সারা বিশ্বে নিজের ক্ষমতা দেখাল বর্তমান ভারত- অবশেষে মাসুদ আজাহার আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষিত হল

দেশ বিদেশ
শেয়ার করুন

মাসুদ আজাহার পুলওয়ামা, পাঠানকোট হামলার ষড়যন্ত্র করেছিল, কান্দাহার বিমান অপহরণের পর তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল ভারত।

চিন রাষ্ট্রসঙ্ঘের স্থায়ী পাঁচটি দেশের একটি দেশ, তারা সমানে ভারতের মাসুদকে নিষিদ্ধ করার পথে বাধা সৃষ্টি করে যাচ্ছিল

ভারত তার কূটনৈতিক চাপ বাড়িয়ে যাচ্ছিল, অবশেষে সেই চাপের কাছে মাথা নত করল চিন।  

Published on: মে ১, ২০১৯ @ ২১:৫৫

এসপিটি নিউজ ডেস্ক: শেষ পর্যন্ত জৈশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজাহার আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষিত হল। আর এই কাজে বর্তমান ভারত সারা বিশ্বকে এক ছাতার তলায় নিয়ে এসে দেখিয়ে দিল তার ক্ষমতা। বুধবার রাষ্ট্রসঙ্ঘের বৈঠোকেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাষ্ট্রসঙ্ঘে ভারতের রাষ্ট্রদূত সৈয়দ আকবরউদ্দিন জানিয়েছেন-“বৈঠকে বিশ্বের ছোট-বড় সব দেশ মিলে এই সিদ্ধান্ত নিয়েছে।” মঙ্গলবারই চিন ইঙ্গিত দিয়ে রেখেছিল যে এবার তারা আর মাসুদ আজাহারের বিষয়ে বাধা হয়ে দাঁড়াবে না। যদিও, এর আগে ২০১৬ সালের মার্চ মাস থেকে চলতি বছরের শুরুর সময় পর্যন্ত চারবার চিন ভারতের দাবিক্র বিরুদ্ধে প্রতিবন্ধকতা তৈরি করেছিল। চিন রাষ্ট্রসঙ্ঘের স্থায়ী সদস্য। যদিও শেষ পর্যন্ত তারা ভারতের চাপের কাছে মাথা নোয়াতে বাধ্য হল।

সরকারি সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের বালাকোটে ভারতের বিমান হামলার পর মাসুদ আজহার বহালপুরে ছিলেন। সম্প্রতি তাকে ইসলামাবাদে একটি নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।

ফ্রান্স এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে

ফ্রান্সের সরকার জানিয়েছে- রাষ্ট্রসঙ্ঘের এই সিদ্ধান্তকে স্বাগত। আমরা সমানে মাসুদ আজাহারকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানিয়ে আসছিলাম। ফেব্রুয়ারি মাসে পুলোয়ামা হামলার দায় এই জঙ্গি সংগঠন স্বীকার করে নিয়েছিল।ফ্রান্স ১৫ই মার্চ মাসুদ আজাহারকে নিষিদ্ধ করার আরোপ লাগিয়ে দেয়।

এই বছর ফ্রান্স, ব্রিটেন এবং আমেরিকা নিরাপত্তা পরিষদে মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করার দাবি তোলে। এই প্রস্তাবকে বিশ্বে ২১টি দেশ সমর্থন করে।প্রস্তাব পেশ করার পাশাপাশি ফ্রান্স তাদের দেশে মাসুদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেয়।

চিন তাদের সিদ্ধান্তের কথা ইমরানকে আগেই জানিয়ে দেয়

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে চিন সফরে আছেন। এই অবস্থায় চিনের রাষ্ট্রপতি শি জিংপিঙের সঙ্গে ইমরানের সাক্ষাৎও হয়। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে জানা গেছে, এই স্কখাতের সময়ই চিন তাদের সিদ্ধান্তের কথা পাকিস্তানের প্রধানমন্ত্রীকে জানিয়ে দেয়। পুলওয়ামা হামলার পর বিশ্বের বহু দেশই চিনের উপর চাপ সৃষ্টি করে যাচ্ছিল।

নিরাপত্তা পরিষদে সিদ্ধান্ত হয়

কোনও ব্যক্তিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণার সিদ্ধান্ত নিতে পারে একমাত্র রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। এই বছর ভারতের পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ের উপর হামলা হয়েছিল। এই হামলার দায় স্বীকার করে নিয়েছিল মাসুদের জৈশ-ই-মহম্মদ সংগএই মাসুদ আজাহারই ২০০১ সালে সংসদে হামলায় দোষী। এই হামলায় ভারতের ৯জন নিরাপত্তা রক্ষীর প্রাণ চলে যায়। এরপর ২০১৬ সালে জঙ্গিরা পাঠাঙ্কোট এয়ারবেস এবং সেই বছরই সেপ্টেম্বর মাসে উরিতে সেনার সদর কার্যালয়ে হামলা চালানো হয়েছিল।

কান্দাহার বিমান অপহরণের পর মাসুদকে ভারত ছেড়ে দিয়েছিল

১৯৯৪ সালে মাসুদ জাহার পর্তুগালের পাস্পোর্ট নিয়ে বাংলাদেশের রাস্তা দিয়ে ভারতে প্রবেশ করেছিল। অনন্তনাগ থেকে সেই বছর ফেব্রুয়ারি মাসে তাকে গ্রফতার করা হয়েছিল। যদিও ১৯৯৯ সালে কান্দাহার বিমান অপহরণের পর যাত্রীদের প্রাণের কথা ভেবে মাসুদ আজাহারকে সেইসময় ছেড়ে দিয়েছিল তৎকালীন বিজেপি সরকার।

Published on: মে ১, ২০১৯ @ ২১:৫৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 52 = 55