AIR INDIA ত্রাতার ভূমিকায়: ইউরোপিয়ানদের দেশে পৌঁছে দিতে কাল বিশেষ উড়ান

Main এসপিটি এক্সক্লুসিভ দেশ বিদেশ বিমান ভ্রমণ
শেয়ার করুন

  • 24 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারা দেশে টানা 21 দিনের লকডাইন ঘোষণা করেন।
  • এই লকডাউনকে জোরালো করতে ভারতীয় রেল ও ডাইরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন একই পথে হেঁটে রেল ও যাত্রী বিমান পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
  • ভারতে এসে আটকে পড়ে ইউরোপের সেই সমস্ত দেশ, যেমন- জার্মানি, ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ড, ডেনমার্ক, গ্রিসের নাগরিকরা।এই পরিস্থিতিতে এগিয়ে এসেছে এয়ার ইন্ডিয়া।
  • আগামিকাল কলকাতা বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নম্বর Ai121 বিমানটি দিল্লি হয়ে জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট বিমানবন্দরে উড়ে যাবে।

Published on: মার্চ ৩০, ২০২০ @ ১৭:১২

Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ৩০মার্চ:  করোনা ভাইরাসের জেরে বিশ্বজুড়ে মহামারী দেখা দিয়েছে। শুরু হয়েছে লকডাউন। বন্ধ সব কিছু। উড়ান পরিষেবা মুখ থুবড়ে পড়েছে। এই পরিস্থিতিতে বহু দেশেই আটকে পড়েছে বহু যাত্রী। তবে ভারতে আটকে পড়া বিদেশি নাগরিক যাদের বেশিরাভাগই ইউরোপের- তাদের দেশে পৌঁছে দেওয়ার বিশেষ উদ্যোগ নিয়েছে এয়ার ইন্ডিয়া। ট্রাভেল এজেন্টস ফেডারশন অব ইন্ডিয়া এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। সংগঠনের চেয়ারম্যান অনিল পাঞ্জাবি দিয়েছেন এক বিশেষ বার্তা।

সতর্ক ভারত, চলছে লকডাউন

করোনাভাইরাস সংক্রমন যখন ইউরোপ জুড়ে মহামারীর আকার নিতে শুরু করে তখন থেকে সতর্ক হয়ে যায় আমাদের দেশ ভারত। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ গত 21 মার্চ থেকেই রাজ্যে প্রথম লকডাউন শুরু করে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দফতরের কর্তাদের পাশাপাশি রাজ্যের বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক সব রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের সঙ্গেও। করোনাভাইরাস সংক্রমন রোধ করতে নিতে তিনি সকলকে ঘরে থাকার আবেদন জানান। এরই মধ্যে আবার দেশের প্রধানমন্ত্রী 22 মার্চ গোটা দেশে জনতা কার্ফুর ডাক দেন। এরপর 24 মার্চ তিনি সারা দেশে টানা 21 দিনের লকডাইন ঘোষণা করেন। পাশপাশি সরকারের এই লকডাউনকে জোরালো করতে ভারতীয় রেল ও ডাইরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন একই পথে হেঁটে রেল ও যাত্রী বিমান পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এরফলে যাত্রীদের সমস্যা তৈরি হয়। সব থেকে সমস্যায় পড়ে যান বিদেশের নাগরিকরা। যাদের দেশে যাওয়া অত্যন্ত জরুরী তারা দেশে ফিরতে না পেরে হা-হুতাশ শুরু করে দেন।কিন্তু লকডাউন থাকায় কোনওভাবেই আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করা সম্ভব হয়নি।

ভারতে আটকে বহু ইউরোপীয়

পরিস্থিতি যখন এমন জায়গায় পৌঁছেছে তখন বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশের যাত্রীদের মা্নসিক অবস্থার কথা বিবেচনা করে দেখেন এয়ার ইন্ডিয়া।তারা উপলব্ধি করে যে গোটা ইউরোপে করোনাভাইরাস যেভাবে মহামারী রূপে সেদেশের মানুষকে গ্রাস করতে শুরু করেছে তা খুবই ভয়াবহ। ভারতে এসে আটকে পড়া ইউরোপের সেই সমস্ত দেশ, যেমন- জার্মানি, ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ড, ডেনমার্ক, গ্রিস এখন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। প্রতিদিনই দেশগুলিতে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। ভারতে আটকে পড়া এই সব দেশের মানুষগুলি জানতেও পারছে না তাদের পরিবারের সদস্যদের কথা। বাড়ছে তাদের উদ্বেগ।

আটকে পড়া ইউরোপীয়দের ঘরে ফেরাতে উদ্যোগ এয়ার ইন্ডিয়া’র

এই পরিস্থিতিতে এগিয়ে এসেছে এয়ার ইন্ডিয়া। প্রতিষ্ঠানের ঐতিহ্য, সুনাম, সেবার কথা মাথায় রেখে সংস্থাটির একাধিক কর্মী লকডাউনের মধ্যেও ওই মানুষগুলিকে তাদের ঘরে পৌঁছে দেওয়ার শপথ নিয়েছে। শুধুমাত্র তাদের জন্যই আগামিকাল কলকাতা বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নম্বর Ai121 বিমানটি দিল্লি হয়ে জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট বিমানবন্দরে উড়ে যাবে। বিমানটিতে আসন 238 জনের থাকলেও বর্তমান পরিস্থিতিতে 150জনকে নেওয়া হচ্ছে। যাতে করে প্রত্যেক যাত্রী কিছুটা দূরত্ব বজায় রাখতে পারেন। এই বিমানটিতে মূলত জার্মানি, ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ড, ডেনমার্ক ও গ্রিসের নাগরিকরা থাকছেন। তবে এইসমস্ত যাত্রীদের নামিয়ে দিয়ে খালি বিমান আবার দেশে ফিরে আসবে। এমনটাই জানা গেছে সূত্রের খবরে।

ইউরোপের ছবি খুবই ভয়াবহ

আজকে এই সংবাদ যখন লেখা হচ্ছে তখন পর্যন্ত ইউরোপের ওই দেশগুলিতে ইতালিতে 97,689জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন 10, 779জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন 62,435জন এবং মারা গেছে 541জন। ফ্রান্সে আক্রান্তের সংখ্যা 40,174জন এবং মৃতের সংখ্যা 2,606জন। নেদারল্যান্ডে আক্রান্ত হয়েছেন 10,866জন এবং মারা গেছে 771জন। ডেনমার্কে আক্রান্ত হয়েছেন 2,555জন এবং মারা গেছে 72জন। গ্রিসে আক্রান্তের সংখ্যা 1,156জন এবং মারা গেছে 39জন। তাই এই দেশগুলিতে পরিস্থিতি যে আমাদের থেকেও ভয়াবহ সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। তাই এই পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়া যাভাবে ত্রাতার ভূমিকায় নেমে এই মানুষগুলির পাশে দাঁড়িয়েছে তা খুবই প্রশংসনীয় মনে করছে অনেকেই।

এয়ার ইন্ডিয়াকে ধন্যবাদ জানালেন অনিল পাঞ্জাবি

‘আমরা এমন এক মুহূর্তের সামনে এসে দাঁড়িয়েছি যখন সারা বিশ্ব একটা বিশেষ রোগের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। যে লড়াইতে আমাদের দেশ ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আমি টাফি-র চেয়ারম্যান হিসেবে তার জন্য গর্বিত। আমি আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহাশয় এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য গর্বিত। তারা যেসময় লকডাউনের ডাক দিয়ে পরিস্থিতিকে নিয়ন্ত্রনের চেষ্টা করেছে তা খুবই প্রশংসনীয়। এরই মধ্যে এয়ার ইন্ডিয়া যেভাবে এই গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে ইউরোপের এতগুলি দেশের এতজন যাত্রীকে তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করলেন তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। এয়ার ইন্ডিয়ার যে উড়ান কাল কলকাতা থেকে উড়ে যাবে বিদেশি যাত্রীদের নিয়ে সেখানে আমাদের দেশের যেসমস্ত ক্রু থাকবেন তাদের জন্য রইল আমার শুভেচ্ছে। এটুকুই বলবো- আপনারা ভালোভাবে রওনা হন। ওনাদের পৌঁছে দিয়ে নিরাপদে নিশ্চিন্তে সুস্থভাবে আপনারা দেশে ফিরে আসুন।’

Published on: মার্চ ৩০, ২০২০ @ ১৭:১২

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 3 =