শেষে কিনে সমুদ্রেই অবতরন করল প্লেন

Main বিদেশ
শেয়ার করুন

Published on: সেপ্টে ২৯, ২০১৮ @ ২৩:১০

এসপিটি নিউজ ডেস্কঃ সত্যি বিপদ কাকে বলে! যাত্রীরা কখনও ভেবেছিলেন আকাশপথে যেতে গিয়ে তাদের শেষে জলপথেই ফিরতে হবে। হলও তাই। এয়ার নিউগিনি এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ প্লেনটি রানওয়ে ধরতে না পেরে বাধ্য হয়ে পাশের একটি দ্বীপে সমুদ্রের জলে ৪৭জন আরোহীকে নিয়ে জরুরি অবতরন করে। গত কাল সকালের ঘটনা।

এয়ার নিউগিনি এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, প্লেনটি যখন দেশটির চুক রাজ্যের বিমানবন্দরে অবতরন করতে চলেছে ঠিক তখন প্লেনের পাইলট রানওয়েতে নামতে না পেরে পাশের একটি দ্বীপে সমুদ্রের জলেই জরুরি অবতরন করে ফেলে। প্লেনটিতে ৩৬জন যাত্রী ও ১১জন ক্রু ছিলেন। তবে প্লেনটি জলে নাওমতেই আশপাশ থেকে অসংখ্য নৌকা ও স্পিড বোট ছুটে আসে। যাত্রীদের উদ্ধার করে ডাঙায় পৌঁছে দেয়। কারও কোনও ক্ষতি হয়নি বলে বিবৃতিতে জানানো হয়েছে।

তবে পাইলটের এই ভুলের জন্য যাত্রীদের অনেক বড় ধরনের ক্ষতির আশংকা ছিল। তাই গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট দফতর।

Published on: সেপ্টে ২৯, ২০১৮ @ ২৩:১০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

75 + = 79