শিলিগুড়ি কলেজে বাংলা ও ভুগোলের স্নাতকোত্তর পাঠক্রম শুরু

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতাকৃষ্ণা দাস

Published on: সেপ্টে ৭, ২০১৮ @ ২১:২২

এসপিটি নিউজ, শিলিগুড়ি, ৭ সেপ্টম্বরঃ কলেজের নতুন ইউনিফর্মে ওরা সকলে। শিলিগুড়ি কলেজের প্রবেশ দ্বারে দুই পড়ুয়া কিশোরী মুখে মিস্টি হাসি। হাতে ওদের কলেজের একটি ফ্লেক্স। তাতে কলেজে নতুন চালু হওয়া বাংলা ও ভূগোলের স্নাতকোত্তর কার্যক্রমের উল্ল্যেখ। যা নিয়ে কলেজে খুশির পরিবেশ। এখন থেকে শুধু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় নয় শিলিগুড়ি কলেজেও এই দুই বিষয়ে স্নাতকোত্তর করা যাবে।

শুক্রবার তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য।শিলিগুড়ি কলেজের গভর্নিং কমিটির সভাপতি জয়ন্ত কর বলেন, “অনেক সময় বিশ্ববিদ্যালয়ে গিয়ে স্নাতকোত্তর পড়াশুনা করতে পারে না অনেক মেধাবী শিক্ষার্থীরা।  সে কারণেই শিলিগুড়ি কলেজে স্নাতকোত্তর কোর্স চালু করার চেষ্টা চলছিল বহুদিন থেকেই। রাজ্য সরকার আমাদের দুটো বিষয়ে পোস্ট গ্রাজুয়েট কোর্সে পড়াশুনার অনুমোদন দিয়েছে।”

ইতিমধ্যেই শিলিগুড়ি কলেজে এই দুটি বিষয়ে পড়াশুনা করার জন্য অনলাইনে পরীক্ষা নেওয়া হয়েছে। মেধা তালিকা অনুযায়ী ১৪ জন ভুগোল ও ১৯ জনকে বাংলা বিভাগে ভর্তি নেওয়া হয়েছে। দুটি বিষয়ের ক্ষেত্রেই একটি করে আসন তফসিলি জাতির জন্য সংরক্ষিত করা হয়েছে।আজ থেকেই কলজের পড়ুয়াদের জন্য সাদা-কালো নতুন ইউনিফর্ম চালু হল। অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী গৌতম দেব উপস্থিত ছিলেন।

Published on: সেপ্টে ৭, ২০১৮ @ ২১:২২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

39 − 36 =