শেখ কামাল ও তাঁর আদর্শ বাংলাদেশের ভবিষ্যতের তরুণ সমাজের জন্য হয়ে উঠবে উজ্জীবনী শক্তিঃ উপ-হাইকমিশনার

Main দেশ বাংলাদেশ রাজ্য
শেয়ার করুন

গত ৬ আগস্ট কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী পালিত হল।

Published on: আগ ৯, ২০২০ @ ২১:২১

এসপিটি নিউজ, কলকাতা:  বাংলাদেশবাসী আজও তাঁকে স্মরণ করে প্রতিটি মুহূর্তে প্রতিটি কাজে প্রতিটি পদক্ষেপে। তাঁর অবদান চির অক্ষয় হয়ে আছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে। তিনি হলেন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল। গত ৬ আগস্ট কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে তাঁর ৭১তম জন্মবার্ষিকী পালিত হল। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে বাংলাদেশের উপ-হাইকমিশনার জনাব তৌফিক হাসান শেখ কামালের দূরদর্শি ভূমিকার কথা উল্লেখ করার সময় বলেন- “শেখ কামাল এবং তাঁর আদর্শ বাংলাদেশের ভবিষ্যতের তরুণ সমাজের জন্য উজ্জীবনী শক্তি হয়ে কাজ করবে।”

‘বাংলাদেশ গ্যালারি’তে অনুষ্ঠান পালিত হয়

গত ৬ আগস্ট বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ উপ-হাইকমশনের ‘বাংলাদেশ গ্যালারি’তে এই অনুষ্ঠান হয়। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ কামাল ও বঙ্গবন্ধু পরিবারের প্রয়াত সকল সদস্যের আত্মার শান্তি কামনা করে অনুষ্ঠানের সূচনা করা হয়। উপ-হাইকমিশনার জনাব তৌফিক হাসান, উপ-হাইকমিশনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।এই অনুষ্ঠানে একই সঙ্গে শহীদ শেখ কামালের ব্যক্তিগত, সাংস্কৃতিক, ক্রীড়া ও কর্মময় জীবনের উপর এক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

আলোচনায় যাঁরা অংশ নিয়েছিলেন

এদিনের আলোচনায় অংশ নিয়েছিলেন উপ-হাইকমিশনের কাউন্সেলর (শিক্ষা ও ক্রীড়া) জনাব শেখ শফিউল ইমাম, কনস্যুলার জনাব মহম্মদ বশির উদ্দিন, প্রথম সচিব(রাজনৈতিক-১) মিজ সানজিদা জেসমিন এবং দ্বিতীয় সচিব কনস্যুলার জনাব শেখ শাফিনুল হক। সকল বক্তাই তাঁদের বক্তব্যে স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময়ে যুবসমাজে্র সংগঠক, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশে শেখ কামালের অসামান্য কৃতিত্বের কথা উল্লেখ করেন।

উপ-হাইকমিশনার জনাব তৌফিক হাসানের শ্রদ্ধা নিবেদন

এর আগে অনুষ্ঠানের সূচনা বক্তব্যের শুরুতে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনার জনাব তৌফিক হাসান ১৫ আগস্ট বঙ্গবণধু ও তাঁর পরিবারের সদস্য সহ যারা শাহাদাত বরণ করেছেন, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। দেশ গঠন তথা যুব সমাজের উন্নয়নে শেখ কামালের যে অপরিসীম অবদান, তা অন্স্বীকার্য বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি নতুন বাংলাদেশের তরুণ সমাজের বিকাশে ক্রীড়া ও অর্থবহ সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করণে শেখ কামালের দূরদর্শি ভূমিকার কথা উল্লেখ করে বলেন- বাংলাদেশের ভবিষ্যতের তরুণ সমাজের জন্য উজ্জীবনী শক্তি হয়ে কাজ করবে শেখ কামাল এবং তাঁর আদর্শ। বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) মিজ শামীমা ইয়াসমিন সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

Published on: আগ ৯, ২০২০ @ ২১:২১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 79 = 80