আয়ুর্বেদ সমগ্র মানব জাতির জন্য একটি আশীর্বাদ..ড.শর্মা

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: নভে ২৭, ২০২২ @ ২১:৫৪

এসপিটি নিউজ, কলকাতা, ২৭ নভেম্বর: কলকাতায় রাজস্থান সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের অ্যাসিস্ট্যাট ডাইরেক্টর হিসাবে কার্যভার নেওয়ার পর থেকে হিংলাজ দন রত্ন একের পর এক গুনী ব্যক্তদের নিয়ে এসে অসাধারণ অনুশঠানের আয়োজন করে চলেছেন।গতকাল শনিবার অগ্রবন্ধু ও রাজস্থান ফাউন্ডেশন এবং রাজস্থান ইনফরমেশন সেন্টারের যৌথ উদ্যোগে তথ্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত বক্তৃতা সিরিজে প্রধান বক্তা ডাঃ পবন কুমার শর্মা আরোগ্য ধন সম্পদের উপর বিস্তারিত আলোচনা করেন, আয়ুর্বেদের উপকারিতা বর্ণনা করেন।যা উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেছে।

ডাঃ পবন কুমার শর্মা এদিন তাঁর বক্তৃতায় ছোটোখাটো রোগে ঘরোয়া উপায় অবলম্বনের ওপর জোর দেন।তিনি বলেন- কফ, বাত, পিতের বিষয়ে বিস্তারিত আলোচনায়, প্রকৃতি অনুযায়ী প্রতিদিনের খাবার-দাবারে নজর দিতে হবে।

ডাঃ শর্মা বলেন, ভারতে মৃত্যুর হার সবচেয়ে কম হওয়ার সবচেয়ে বড় কারণ করোনার সময়ে আয়ুর্বেদের সবচেয়ে বড় অবদান ছিল।পঞ্চকর্ম চিকিত্‍সা নিয়েও এই অনুষ্ঠানে আলোচনা করা হয়।

ড.পবন কুমার শর্মাকে সৌরভ সংস্কৃতি সংস্থার পক্ষ থেকে সম্মানিত করা হয়। স্বাগত বক্তব্য দেন রাম মোহন লাখোটিয়া। এদিনের অনুষ্ঠানে সংস্কৃতি সৌরভের সভাপতি প্রহ্লাদ রায় গোয়েঙ্কা, অগ্রবন্ধু সংস্থা, সেক্রেটারি সন্দীপ গর্গ, ত্রিলোকি নাথ পান্ডে, শান্তনু বন্দোপাধ্যায়, সুরঞ্জনা মিত্র, নেহা চ্যাটার্জি, বিমল নোলাখা প্রমুখের সাথে উপস্থিত ছিলেন প্রমোদ কেজরিওয়াল, রাজস্থান সরকারের তথ্য কেন্দ্রের সহকারী পরিচালক হিংলাজ দান রত্নু লেখক রাজেন্দ্র কেদিয়া, প্রমোদ সাহ।এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Published on: নভে ২৭, ২০২২ @ ২১:৫৪


শেয়ার করুন