শিবসেনার তোপের মুখে বিজেপিঃ বলল- কলকাতায় ২২ দলকে এক মঞ্চে দেখে বিজেপির জ্বর এসে গেছে

দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ২১, ২০১৯ @ ২০:৩৬

এসপিটি নিউজ ডেস্কঃ বিজেপির সময়টা যে মোটেও ভাল যাচ্ছে না সেটা আরও একবার উঠে এল সামনে। কলকাতায় ব্রিগেডে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ২২ দলের বিরোধী জোটের একত্রিত হওয়া নিয়ে ইতিমধ্যে সারা দেশ জুড়ে আলোচনা শুরু হয়ে গেছে। এই বিরোধী জোটকে নিয়ে বিজেপি আক্রমণ শানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত এই জোট নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। বিষয়টিকে মোটেও ভাল চোখে নেয়নি এনডিএ জোটের অন্যতম শরিক শিবসেনা। তাদের দলীয় মুখপত্রের সম্পাদকীয়তে রীতিমতো খোলাখুলিভাবেই বিজেপিকে নিশানা করা হয়েছে। সেখানে লেখা হয়েছে তারা “অজর অমর” এই ভুল যেন বিজেপি না করে।

শিবিসেনার মুখপত্র “সামনা” লিখেছে-কলকাতায় ২২ দলকে এক সাথে এক মঞ্চে দেখে বিজেপির জ্বর এসে গেছে। তারা এও বলেছে- বিজেপি এই ভুল যেন কখনোই না করে যে তারা “অমর”।কলকাতায় ব্রিগেডে মমতা নেতৃত্বাধীন বিরোধী জোটের সভা নিয়ে এভাবেই শরিক বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছে শিবসেনা। তাদের মুখপত্রে এও লেখা হয়েছে-“বিরোধী এই মঞ্চে অনেক প্রভাবশালী পার্টি উপস্থিত ছিল যাদের মধ্যে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়ও এক সময় অটল বিহারি বাজপেয়ীর নেতৃত্বে বিজেপির সঙ্গে ছিলেন। মোদি সরকার দেশের শত্রু নয়, কিন্তু তিনি এই ভুল যেন না করেন যে তাঁর দল অমর।

বিপক্ষ দলের মঞ্চ নিয়ে বলতে গিয়ে সেখানে লেখা হয়েছে কেন্দ্র ও নিজেদের সরকারের মধ্যে আলোচনা তাদের নিজেদের অধিকারের মধ্যে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ও শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরেকে কলকাতার সভায় আমন্ত্রণও জানিয়েছিলেন। সেই প্রসঙ্গ টেনে সামনায় এও লেখা হয়েছে-“যারা সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে উপস্থিত ছিলেন তারা সকলেই ধর্মনিরপেক্ষ। আর আমাদের বিচারধারা হিন্দুত্ব, রামমন্দির এবং সমান নাগরিকত্বের উপর রয়েছি।কলকাতার র‍্যালিতে শিবসেনার রাজনৈতিক বিচারধারা খাপ খেত না।”

তাই তারা সেখানে হাজির হয়নি।শিবসেনা বলেছে- প্রধানমন্ত্রী ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন। সেই প্রসঙ্গ টেনে সামনা লিখেছে-“২২ দলের এক মঞ্চে যাওয়া দেখে তাঁর জ্বর এসে গেছে।” সেখানে তারা বিজেপির বিরুদ্ধে তোপ দেগে লিখেছে যে জনতার ভোটে জিতে বিজেপির যেমন সরকার গড়ার অধিকার আছে ঠিক তেমনি বিরোধীদেরও সরকারকে উৎখাত করা এবং হারানোর অধিকার আছে।

রাম বিলাস পাসোয়ান, নীতিশ কুমার, রামদস আঠোয়ালের মতো নেতা রামমন্দির এবং সমান নাগরিত্ত্বের বিরুদ্ধে। কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু বিজেপির সঙ্গে সরকারে থাকার সুখ নিচ্ছে। বর্তমান বিরোধীদের এমন অনেকেই যেমন মমতা বন্দ্যোপাধ্যায়, চন্দ্রবাবু নাইডু, শরদ যাদব, অরুণ শৌরী, যশবন্ত সিনহা পুরনো বিজেপি সরকারেরই অংশ ছিল। সেইসময় তারা কেউ দেশ বিরোধী ছিল না। কিন্তু আজ তাদের এমনটা বলা হচ্ছে। সেখানে সব শেষে এটাও লেখা হয়েছে যে – প্রধানমন্ত্রীকে তার সরকারের বিরুদ্ধে ওঠা প্রশ্নের সামনাসামনি হওয়া উচিত।

Published on: জানু ২১, ২০১৯ @ ২০:৩৬

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 3 =