কাজিরাঙ্গায় জলাভূমিতে পাখির রেকর্ড বৃদ্ধি ১৭৫ শতাংশ, যা চমকে দেওয়ার মতো

Main দেশ বন্যপ্রাণ ভ্রমণ
শেয়ার করুন

Published on: ফেব্রু ১০, ২০২১ @ ১৮:৪৫
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ:  আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এবং টাইগার রিজার্ভে ফের খুশির খবর। দু’দিনের আদমশুমারির শেষে জানা গেল এখানে জলাশয় এবং শীতকালীন পাখির সংখ্যা দারুনভাবে বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধির হার 175 শতাংশ।যা ভারতে পাখি প্রেমীদের কাছের আশার আলো দেখিয়েছে।

কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এন্ড টাইগার রিজার্ভ (কেএনপিটিআর)এক ট্যুইট করে জানিয়েছে- “কাজিরাঙ্গার বন্যজীবনের পিসিসিএফ অমিত সহায় তৃতীয় জলাবদ্ধ আদমশুমারির রিপোর্ট প্রকাশ করেছেন। সেখানে 6-7 ফেব্রুয়ারি দু’দিনের গণনায় 112 টি বিভিন্ন প্রজাতির অন্তর্ভুক্ত 93,491 পাখি রেকর্ড করা হয়েছে। যারা এই মহরায় অংশ নিয়েছে তাদের আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

গত সপ্তাহে এই আদমশুমারি হয়েছিল। কাজিরাঙা জাতীয় উদ্যানে দু’দিন(6 ও 7 ফেব্রুয়ারি) ধরে চলে এই কর্মসূচি। সেখানে বার্ষিক জলাবদ্ধ এলাকায় গণনার সময় 22টি পরিবারভুক্ত 112টি প্রজাতির মোট 93,491 পাখি রেকর্ড করা হয়েছে। সেখানে পার্ক জুড়ে 52টি জলাভূমি জুড়ে আদমশুমারি পরিচালিত হয়েছিল।

কাজিরাঙ্গায় পরিদর্শন করা পাখির সংখ্যা বৃদ্ধির কারণ কেএনপিটিআর কর্তৃপক্ষের আবাসস্থল ব্যবস্থাপনা এবং জল সংরক্ষণ ব্যবস্থার উন্নতি।যেখানে 2020 সালে পাখির মোট সংখ্যা 34,284 থেকে বৃদ্ধি পেয়ে 2021 সালে 93491 এ দাঁড়িয়েছে, যা 175 শতাংশ  বৃদ্ধি হয়েছে। সর্বাধিক বৃদ্ধি লওখোয়া-বুরহাপাপুরি বন্যপ্রাণী অভয়ারণ্যে দেখা গেছে যেখানে পাখির সংখ্যা 9244 থেকে বৃদ্ধি পেয়ে 71902 হয়েছে।

Published on: ফেব্রু ১০, ২০২১ @ ১৮:৪৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

87 − 85 =