শিকারে বেরিয়ে শেষে শিকারি হয়ে গেলেন শিকার-পরিণতি হল চরম

বন্যপ্রাণ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা– বাপ্পা মন্ডল

ছবি-বাপন ঘোষ

Published on: এপ্রি ১৪, ২০১৯ @ ১৯:১৪

এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ১৪ এপ্রিলঃ খরগোশ শিকারি হিসেবে তার নাম আছে। খরগোশের খোঁজ পেলে তাকে ধরে রাখাই দায়। এমন একজন শিকারিকে জানে লালগড়ের জঙ্গল অধ্যুষিত এলাকার বাসিন্দারা। কিন্তু এবার সেই শিকারির যে এমন চরম পরিণতি হবে তা বোধ হয় ভাবতেই পারেননি বাসিন্দারা। খরগোশ শিকারের বেরিয়ে শেষে কিনা হাতির হানায় মর্মান্তিক মৃত্যু হল সেই শিকারির। নাম বিহারী মাল (৫৬)। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার পিডরাকুলি গ্রামে।শনিবার রাতে লালগড়ের আমডাঙার  জঙ্গলে ঘটনাটি ঘটেছে।

বিহারী মাল শুক্রবার ঝাড়গ্রাম জেলার লালগড় থানার আমডাঙা গ্রামে মেয়ের বাড়িতে গিয়েছিল।তার নেশা ছিল খরগোশ ধরাণ।বিহারী মালের মেয়ে নিয়তি জানিয়েছেন, ‘পাশের একটি জঙ্গলে খরগোশের সন্ধান পেয়ে শনিবার বিকালে ফাঁদ নিয়ে বেরিয়ে পড়ে। বাবা রাতে বাড়ি ফেরেনি। মাঝেমধ্যেই রাতে বাড়ি ফিরত না। পরেরদিন খরগোশ ধরে বাড়ি ফিরতো, তাই শনিবার রাতে না ফেরায় আমরাও চিন্তা করিনি। রবিবার সকালে গ্রামবাসীরা আমডাঙার জঙ্গলে গেলে আমার বাবার ক্ষতবিক্ষত দেহ দেখতে পায়। গ্রামবাসীরা বিষয়টি জানানোর পর ঘটনাস্থলে গিয়ে বাবার মৃতদেহটি শনাক্ত করি।’

লালগড় থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের পাঠায়।কয়েকদিন ধরে প্রায় 30 থেকে 35 টি হাতির দল লালগড়ের জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে। শনিবার হাতির দলকে তাড়িয়ে মালাবতী জঙ্গলে পাঠিয়ে দেওয়া হয়। কয়েকটি দলছুট হাতি জঙ্গলে থেকে যায়। পুলিশের প্রাথমিক অনুমান, দলছুট হাতির হামলায় বিহারী মালের মৃত্যু হয়েছে। বনদফতর বিষয়টি খতিয়ে দেখে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে।

Published on: এপ্রি ১৪, ২০১৯ @ ১৯:১৪

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

26 − 20 =