ডুমুরজোলায় শুভেন্দুর হুঙ্কার- এবার আমরা কলকাতা, দঃ ২৪ পরগনা ফাঁকা করব, তৃণমূল করার মতো লোক থাকবে না

Main রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ৩১, ২০২১ @ ১৭:০৫

এসপিটি নিউজ, হাওড়া, ৩১ জানুয়ারি: আজ হাওড়ার ডুমুরজোলায় বিজেপির জনসভায় দাঁড়িয়ে ফের তৃণমূল কংগ্রেসকে চাঁচাছোলা ভাষায় বিঁধলেন শুভেন্দু অধিকারী। রাজীব বন্দ্যোপাধ্যায়ের যোগদানের পর তাঁর সঙ্গে প্রথম জনসভায় দাঁড়িয়ে হুঙ্কার ছাড়লেন শুভেন্দু। বললেন- আগামী ২ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে আমরা এবার কলকাতা, দক্ষিণ ২৪ পগনা ফাঁকা করব। তৃণমূল কংগ্রেস কোম্পানি কররা মতো লোক থাকবে না।

এদিন শুভেন্দু অধিকার তাঁর পুরনো সহকর্মী রাজীব বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলতে গিয়ে জানান-“এপারে রাজীব বন্দ্যোপাধ্যায় উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে আর ওপারে শুভেন্দু অধিকারি তমলুক লোকসভা কেন্দ্রে লক্ষণ শেঠের বিরুদ্ধে আমরা একসঙ্গে লড়াই শুরু করেছিলাম। সেই দিন থেকে আমরা মানসিকভাবে এক জায়গায় ছিলাম। আমাদের মধ্যে একটা সমঝোতা ছিল আমরা বাংলার ভালোর জন্য করব। এক সঙ্গে কাজ করব। তাই ১৯ ডিসেম্বর শুভেন্দু এসেছে। আজকে রাজীব বন্দ্যোপাধ্যায় এল। আমাদের বৃত্ত পরিপূর্ণ হল।”

“আপনারা জানেন- কেন আমরা তৃণমূল কংগ্রেস ছাড়লাম? এই কারণে যে এই তৃণমূল কংগ্রেস আর রাজনৈতিক পার্টি নেই। এই তৃণমূল কংগ্রেস এখন প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গেছে। রাজনৈতিক সহকর্মী মর্যাদা চান, যারা কর্মচারী হতে চান না তারা সবাই তৃণমূল কংগ্রেস ত্যাগ করেছে।” বপ্লেন শুভেন্দু।

তিনি আরও বলেন- “আপনারা জানেন, গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে ভাল ফল হয়েছিল কোথায়?- পূর্ব মেদিনীপুরে, হাওড়া, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনায়। পূর্ব মেদিনীপুর, হাওড়ার পর এবার আমরা ২ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা, দক্ষিণ ২৪ পরগনায় ফাঁকা করব। তৃণমূল কংগ্রেস কোম্পানি করার মতো লোক থাকবে না।”

“আমাদের সকলের লক্ষ্য একটাই- দিল্লিতে যে সরকার আছে কলকাতায় সেই সরকার করতে হবে। আমাদের রাজ্যে দু’কোটি বেকার । বেকাররা চাকরি চায়। শিল্প চায়। সাড়ে ন’বছরে পশ্চিমবঙ্গে একটাও শিল্প আসেনি। কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি এখানে নাম বদল করে চালানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটা প্রকল্প চালু করা হয়নি। সাড়ে ন’বছর পর যমের দুয়ারে সরকার করা হয়েছে।” বলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু বলেন- “দুয়ারে দুয়ারে সরকার বলা হয়েছে। মানুষ এদের বিশ্বাস করে না। এই স্বাস্থ্যসাথীর কার্ড এটা ভোটসাথীর কার্ড। এই কার্ডকে কেউ বিশ্বাস করবেন না।এই কার্ডে কিছু পাওয়া যায় না। বিজেপির সরকার হবে। এখানে আমরা আয়ুষ্মান ভারত এচালু করব।”

এখানে না থেমে শুভেন্দু অধিকারী বলতে থাকেন- আসল পরিবর্তন ১১ সালে আসেনি। এবারেই আসল পরিবর্তন হবে। একজন দেশপ্রেমিক হিসেবে রাষ্ট্রভক্ত হিসেবে পৃথিবীর সর্ববৃহৎ দলে যোগ দিয়েছি। নেতাজি বলেছিলেন দিল্লি চলো। আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী কি বলছেন- বলছেন, চারটি রাজধানী করতে হবে। আজকের বাংলাদেশের স্লোগান ‘জয় বাংলা’ বলা হচ্ছে পশ্চিমবঙ্গে। তাই পশ্চিমবঙ্গের আপামর মানুষকে বলবো- ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি না থাকতেন আমরা কেউ পশ্চিমবঙ্গের বাসী হয়ে থাকতে পারতাম না। তাই আসুন আমরা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ, ভাবনা, চিন্তাভাবনাকে বাস্তবায়িত করি। দেশকে রক্ষা করতে হলে পশ্চিমবঙ্গে বিজেপিকে প্রতিষ্ঠা করতেই হবে।”

Published on: জানু ৩১, ২০২১ @ ১৭:০৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 4 =