শিলিগুড়িতে বাম ও কংগ্রেসি ভোটারদের মমতা কি পরামর্শ দিলেন, জানেন

Main রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

Published on: এপ্রি ১৩, ২০১৯ @ ২৩:৫৭

এসপিটি নিউজ, শিলিগুড়ি, ১৩ এপ্রিলঃ লোকসভা ভোটের প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী ভোট নিজের দিকে টানতে কি বলছেন জানেন? তিনি বলছেন যে এ রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে শক্তিশালী শুধুমাত্র তৃণমূল কংগ্রেস। তাই বিজেপি বিরোধী সব ভোট আসুক তাদের দিকেই। আর তাই তিনি বাম ও কংগ্রেসি ভোটারদের দিয়েছেন তাঁর ‘মূল্যবান’ পরামর্শ।

বামপন্থী ভোটারদের মমতা বললেন

“বামপন্থীদের আপনারা কেন ভোট দেবেন? বামপন্থীদের ভোট দিলে তারা কি জিতবে?একটা সিটও পাবে না বাংলা থেকে। জেনে রাখুন। আপনি বামপন্থী হয়ে আপনার ভোটটা বাম প্রার্থীকে দেবেন না। প্লিজ দেবেন না। ওটা দিলে বিজেপিকে আসলে শক্তিশালী করবে। তাই ভোটটা তৃণমূল কংগ্রেসকে দিন।”

কংগ্রেসি ভোটারদের মমতার পরামর্শ

“আমি কংগ্রেস বন্ধুদের বলব- আপনারা বাংলায় সাইউনবোর্ড হয়ে গেছেন। আমি একসময় কংগ্রেস করতাম। কংগ্রেস ছেড়ে এসে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম। তাই বাংলায় পরিবর্তন করতে পেরেছিলাম। আপনারা গট-আপ ম্যাচ খেলা বন্ধ করুন। কংগ্রেসকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করবেন না।আমরা চাই বাংলায় ৪২এ ৪২টা সিট জিতে আমরাই দিল্লিতে পরিবর্তন আনব। আমরাই দিল্লি গঠন করব।তাই ভোটটা তৃণমূল কংগ্রেসকেই দিন।”

Published on: এপ্রি ১৩, ২০১৯ @ ২৩:৫৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 3 =