শামির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে এসব কি বললেন হাসিন

খেলা রাজ্য
শেয়ার করুন

Published on: মার্চ ১১, ২০১৮ @ ১৭:৪৭

এসপিটি নিউজ, কলকাতা, ১১ মার্চঃ গোটা ক্রিকেট দুনিয়ে রীতিমতো অবাক। কেউ এখনও এই বিষয়ে মুখ খোলেননি। তবে ক্রিকেটার শামির স্ত্রী হাসিন কিন্তু সমানে অভিযোগ করেই চলেছে। এতদিন শামির বিরুদ্ধে একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ করার পর রবিবার সাংবাদিক সম্মেলনে আরও বড় এক অভিযোগ এনেছেন। এদিন হাসিন বলেন, শামির হারিয়ে যাওয়া মোবাইলটি আমার হাতে চলে আসায় তার আচরনে পরিবর্তন এসেছে। না হলে শামি আমাকে এতদিনে তালাক দেওয়ার নোটিশ পাঠাত। শামি অবশ্য হাসিনের এসমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে সমস্ত কিছুর ফরেন্সিক তদন্তের দাবি জানিয়েছেন।

রবিবার এক সাংবাদিক সম্মেলনে হাসিন জাহান বলেন, তিনি ক্রিকেটার মহম্মদ শামির সঙ্গে  কোন পুনর্মিলন চান না। তিনি বলেন যে শা্মির সঙ্গে পুনর্মিলন এখন হতে পারে না। যদি আমি শামির সাথে আপোস করি, তাহলে লোকেরা আমাকে অপরাধী বলবে। আমার কাছে তার অপরাধের সব প্রমাণ আছে।

হাসিন বলেন, ‘মহম্মদ শামি একটি অপরাধ করেছেন, আমার উপর নির্যাতন করেছেন। সম্পর্ক রক্ষা করার আমি চেষ্টা করেছি, কিন্তু কিভাবে শামির সঙ্গে পুনর্মিল হবে, তা আমি জানি না। শামির সঙ্গে ঝামেলার ব্যাপারটি এখন অনেক দূর গড়িয়েছে।

শামিকে সে গত চার দিন ধরে বোঝানোর চেষ্টা করে চলেছেন। আর প্রতিবার তিনি বলে চলেছেন যে আমি কোনও ভুল করিনি। এরপরে তিনি আমাকে উপেক্ষা করতে শুরু করেন। আমি সবসময় শামিকে বলে এসেছি – আমাকে প্রতিশ্রুতি দাও, একজন স্ত্রীকে সম্মান করো। আরও কত কি… প্রমাণ পাওয়ার পর শামি তো এখন আমার ফোন ধরাই বন্ধ করে দিয়েছে।অভিযোগ করেন হাসিন।

হাসিন বলেন যে মোবাইলটি হারিয়ে যাওয়ার পর মহম্মদ শামির আচরণে পরিবর্তন এসেছে। যদি মোবাইল আমার হাতে না আসত, তাহলে তো শামি আমাকে আমাকে তালাক দেওয়ার নোটিশ পাঠাত। হাসিন বলেন যে শামি একটি টিভি সাক্ষাৎকারের সময় প্রতিক্রিয়া জানায় এবং মামলা দমনের জন্য অনেক চেষ্টা করে।

এর আগে হাসিন জাহানের প্রাক্তন স্বামী সাইফুদ্দিনও মিডিয়ার সামনে এসেছেন। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউড়িতে বসবাসরত সাইফুদ্দিন বলেন যে শামিকে তার নির্দোষ প্রমাণ করতে হবে। একই সঙ্গে তাঁর বিশ্বাস, উভয়ে যদি একসাথে বসে কথা বলেন, তাহলে পুরো মামলাটির সমাধান হবে।

উল্লেখযোগ্যভাবে, শামির স্ত্রী বৈবাহিক বিষয়গুলির ভিত্তিতে শামির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন, পারিবারিক সহিংসতা। হাসিনের অভিযোগের পর কলকাতা পুলিশের আইপিসি’র সাতটি বিভাগে শামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Published on: মার্চ ১১, ২০১৮ @ ১৭:৪৭

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

50 − 45 =