Published on: মে ১০, ২০২৩ @ ১৯:৩২
এসপিটি নিউজ, কলকাতা, ১০ মে: মধ্যশিক্ষা পর্ষদ আজ এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে আগামী ১৯ মে এ বছর মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। পরীক্ষার্থীরা ওইদিনই স্কুলগুলি থেকে মার্শিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।
মধ্যশিক্ষা পর্ষদের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী ১৯ মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। ওইদিন সকাল ১০টায় সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করা হবে। ফলাফল নির্দিষ্ট কয়েকটি ওয়েবসাইট-এ পাওয়া যাবে।
ওয়েবসাইটগুলি হল- wbresults.nic.in, wbbse.org, wbbse.wb.gov.in
এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি এবং চলে ২৩ মার্চ পর্যন্ত।গত বছর পরীক্ষার্থী ছিল ১০ লাখ ৯৮ হাজার ৭৭৫ জন। এ বছর এমন আবেদনকারীর সংখ্যা কম ছিল ৬ লাখ ৯৮ হাজার ৬২৮ জন। মোট ২ লাখ ৯০ হাজার ১৭২ জন পুরুষ প্রার্থীর তুলনায় এ বছর নারী প্রার্থীর সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ২১ জন। ২৮৬৭টি পরীক্ষার স্থান ছিল।
Published on: মে ১০, ২০২৩ @ ১৯:৩২