খড়গপুর-মেদিনীপুরে ঘূর্ণিঝড়ঃ গাড়ির উপর পড়ল গাছ, ওলোট-পালোট করে দিয়ে গেল হস্তশিল্প মেলাকে

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                ছবি-রামপ্রসাদ সাউ

Published on: ফেব্রু ২৬, ২০১৮ @ ১৪:৩৯

এসপিটি নিউজ, মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারিঃ আচমকা ঘূর্ণিঝড় আছঁড়ে পড়ল মেদিনীপুর ও খড়্গপুর শহরে।রবিবার রাতের এই ঘূর্ণিঝড়ে দুই শহরের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।আহত হয়েছে তিনজন। তবে প্রাণহাণির কোনও খবর মেলেনি। যুদ্ধকালীন তৎপরতায় সব কিছু মেরামতের চেষ্টা চলছে।

রবিবার রাতে আচমকা ঘূর্ণিঝড় আঁছড়ে পড়ে। কয়েক মিনিটের এই প্রবল ঘূর্ণিঝড় রীতিমতো ওলোট-পালোট করে দিইয়ে যায় খড়্গপুর ও মেদিনীপুর শহরকে। গাছ ভেঙে পড়ে একটি প্রাইভেট গাড়ির উপর। মেদিনীপুর শহরের একটি শপিংমলের সামনে থাকা সমস্ত জিনিস ভেঙে তছনছ হয়ে যায়।

এমনকি মেদিনীপুর শহরে এখন চলছে হস্তশিল্প মেলা। ঘূর্ণিঝড়ে সেই মেলার স্টলগুলি ভেঙে যায়। ক্ষিতিগ্রস্ত হয় মেলায় নানা সামগ্রী। ঝড়ে উপড়ে পড়েছে শহরের বাতি স্তম্ভগুলিও। ব্দ্যুতের পোলগুলিও পড়ে যায়। সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

যুদ্ধকালীন তৎপরতায় এখন বিদ্যুৎ দফতর বিদ্যুৎ পরিষেবা চালু করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।প্রশাসনও একইভাবে হস্তশিল্প মেলাটিকে পুনরায় সাজিয়ে তোলার চেষ্টা শুরু করেছে।

Published on: ফেব্রু ২৬, ২০১৮ @ ১৪:৩৯

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

34 − 26 =