মমতা বক্তব্য রাখতে উঠতেই জয় শ্রী রাম স্লোগান, তারপর যা হল

রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ২৩, ২০২১ @ ১৯:৩৭

এসপিটি নিউজ:  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে উঠতেই দর্শক আসন থেকে উঠল জয় শ্রীরাম স্লোগান। আর তাতে বেজায় চটলেন তিনি। শেষে বক্তব্য না রেখেই সোজা গিয়ে বসে পড়লেন নিজের আসনে। শুধু বলে গেলেন- এটা তার কাছে অত্যন্ত অপমানের। কলকাতায় আজ নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষ্যে ভিক্টোরিয়া মেমোরিয়ালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কেন্দ্রীয় সংকৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের তরফে।

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা হওয়া মাত্রই দর্শক আসনের একটা দিক থেকে গুঞ্জন শুরু হয়। সঞ্চালকরা তাদের শান্ত থাকার অনুরোধ জানাতে থাকেন। এর মধ্যেই মাইক্রোফোনের সামনে এসে দাঁড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলা শুরু করেন- সরকারি অনুষ্ঠানে তো একটা মর্যাদা থাকা উচিত। এটা একটা সরকারি অনুষ্ঠান কোনও রাজনৈতিক অনুষ্ঠান নয়। এটা তো মনে হচ্ছে রাজনৈতিক অনুষ্ঠান। আমি প্রধানমন্ত্রী ও সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে কৃতজ্ঞ যে তারা এমন একটা অনুষ্ঠানের জন্য কলকাতাকে বেছে নিয়েছেন। তবে কাউকে অতিথি হিসেবে নিমন্ত্রণ করে ডেকে এনে তাকে এভাবে অসম্মান করাটা শোভনীয় নয়। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তাই এখানে আমি কোনও বক্তব্য রাখছি না।” এ কথা বলেই তিনি কোনও বক্তব্য না রেখেই সোজা গিয়ে নিজের আসনে বসে পড়েন।

নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তি উপলক্ষ্যে এমন এক সরকারি অনুষ্ঠানে যে কাহেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যপাল জগদীপ ধনখর সহ অন্যন্য মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন সেখানে এভাবে ‘জয় শ্রীরাম’ স্লোগান ঘিরে যেভাবে অনুষ্ঠানের মাঝখানে সাময়িক ছন্দপতন ঘটে গেল তা নিয়ে রাজ্য-রাজনীতিতে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

একদিকে বিজেপি নেতারা যখন মুখ্যমন্ত্রীর এভাবে বক্তব্য না রেখে চলে যাওয়াটাকে মেনে নিতে পারছেন না তখন অন্যান্য রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিত্ব এমন সরকারি অনুষ্ঠানে এমন ধরনের স্লোগান নিয়ে সরব হয়েছেন। তাদের প্রশ্ন- এভাবে সরকারি অনুষ্ঠানে কিভাবে স্লোগান দিতে পারল?  তবে গোটা বিষয়টি এখন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এক নতুন মাত্রা পেয়ে গেল।

Published on: জানু ২৩, ২০২১ @ ১৯:৩৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

33 − = 32