লোকসভা ভোটে যারা প্রার্থী খুঁজে পায় না, তারাই এখন ধার করা প্রার্থী দাঁড় করাতে চাইছে, ওদের হারান-বললেন মানস ভুঁইয়া

Main দেশ রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

Published on: মার্চ ১৬, ২০১৯ @ ২৩:৫৪ 

সংবাদদাতা-বাপ্পা মন্ডল

ছবি-বাপন ঘোষ

এসপিটি নিউজ, মেদিনীপুর, ১৬ মার্চঃ প্রচার শুরু হতেই প্রার্থীরা প্রতিপক্ষের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছে। যেমনটা দেখা গেল মেদিনীপুর লোকসভা আসনের এক কর্মীসভায়। যেখানে তৃণমূল প্রার্থী ডা. মানস ভুঁইয়া বলে ওঠেন-লোকসভা ভটে যারা প্রার্থী খুঁজে পায় না তারা এখন ধার করা প্রার্থী দাঁড় করাতে চাইছে। ওদের হারান। নাম না করে এভাবেই দলের কর্মীসভায় দাঁড়িয়ে বিজেপিকে বিঁধলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা. মানস ভুঁইয়া।এদিনের এই সভায় হাজির হয়েছিলেন ঝাড়গ্রামের প্রার্থী বীরবাহা সোরেন টুডু এবং আরামবাগের প্রার্থী অপরূপা পোদ্দার।

মঙ্গলগ্রহ থেকে কে যেন লড়াই করতে আসছে

১) তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলেন- “আমার জীবদ্দশায় এ পর্যন্ত ৩০টি ভোট করানোর অভিজ্ঞতা আছে। আর মেদিনীপুর লোকসভা নিয়ে একটা বিষয় চালু আছে- তা হল-মঙ্গলগ্রহ থেকে সৈন্যবাহিনী নিয়ে কে যেন লড়াই করতে আসছে। তবে নির্বাচনে সকলের অংশগ্রহণ করার অধিকার আছে। তা নিয়ে আমি চিন্তিত নই।

২) বিজেপি ভারতের স্বধীনতা আন্দোলনে অংশ নিয়েছিল, তা কেউ বলতে পারবে না। স্বাধীনতা আন্দোলনে এক নদী রক্ত ঢেলে দিয়েছিল মেদিনীপুর। স্বাধীনতা আন্দোলনের পুন্যভূমি হল পশ্চিমবঙ্গ। মেদিনীপুরের মানুষ জাত-পাত ও ধর্ম নিয়ে রাজনীতি করে না। ভারপ্তকে এরা ভাগ করতে চাইছে। তাই সবাই মিলে আমাদের দেশকে রক্ষা করতে হবে।

৩) “যারা ধার করা প্রার্থী দাঁড় করিয়ে লোকসভা ভোটে জিততে চাইছে তাদের হারান। মেদিনীপুরের মানুষ এদের বিরুদ্ধে ভোট দিয়ে তৃণমূল প্রার্থীকে জিতিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করুন।”

কি বললেন বাকি দুই প্রার্থী বীরবাহা সোরেন ও অপরূপা পোদ্দার

১) ঝাড়গ্রাম কেন্দ্রে তাঁকে প্রার্থী করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান বীরবাহা সরেন। বলেন-“জঙ্গলমহলের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য ঝাড়গ্রাম লোকসভার মানুষ আমাকে আশীর্বাদ করবেন।”

২) “বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন, তা আবারও এই লোকসভা নির্বাচনের পর প্রমাণ হয়ে যাবে।” বলেন আরামবাগের তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার।

“যেমন কুকুর দেখবেন তেমন মুগুর ব্যবহার করবেন”

১) মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি এভাবেই বিপক্ষকে আক্রমণ করেন। তিনি বলেন-“বিজেপিকে এক ইঞ্চি জমিও ছাড়া যাবে না।” মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন-“মুখ্যমন্ত্রো মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলার দুর্গা নন উনি সারা ভারতের দুর্গা। সাম্প্রদায়িক শক্তি বিজেপি জনগণ থেকে বিচ্ছিন্ন তাই রাজ্যের প্রতিটি বুথকেই স্পর্শকাতর বলে ঘোষণা করার দাবি নির্বাচন কমিশনের কাছে জানিয়েছে।”

Published on: মার্চ ১৬, ২০১৯ @ ২৩:৫৪

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 57 = 63