তৈরি ভারতীয় নৌসেনাঃ আরব সাগরে যুদ্ধ বিমানের সঙ্গে এবার হাজির INS বিক্রমাদিত্য

দেশ
শেয়ার করুন

Published on: মার্চ ১৭, ২০১৯ @ ২০:১৮

এসপিটি নিউজ ডেস্কঃ পুলওয়ামা আত্মঘাতী হামলার পর ভারত আর পাকিস্তানের মধ্যে সম্পর্ক ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। জল পথে পাকিস্তানের রকমসকম দেখে ভারতীয় নৌসেনা সতর্ক হয়ে গেছে। সংবাদ সংস্থা এএনআই-এর সূত্র মারফত জানা গেছে যে আজ ইন্ডিয়ান নেভি এক ট্যুইট করে জানিয়েছে যে উত্তর আরব সাগরে যুদ্ধ বিমান ছাড়াও বিমান বহন করার জন্য আইএনএস বিক্রমাদিত্য এবং ওয়ার গ্রুপ-এর আর একটি যুদ্ধ জাহাজকে প্রস্তুত করা হচ্ছে।

সামুদ্রিক পথে হামলা চালাতে দেওয়া হচ্ছে জঙ্গিদের প্রশিক্ষন

১) মকরান তটের কাছে পাকিস্তানি নৌসেনার ঘাঁটি গারা দেখেই ভারতীয় নৌসেনাও এখানে ঘাঁটি গাড়তে বাধ্য হয়েছে। কারণ, পাকিস্তান মুক্ত সামুদ্রিক এলাকায় যে কোনও মুহূর্তে ফাঁকা অবস্থায় যেনতেন প্রকারেন ভারতে আক্রমণ করতে পারে। আর ভারতীয় নৌসেনা কোনওভাবেই তা করতে দেবে না। এমনিতেই ভারতীয় নৌসেনা পাকিস্তানের চাইতে অনেক শক্তিশালী। তাই এক্ষেত্রে তারাই পালটা চাপে থাকবে। এমনিতেই পুলওয়ামা হামলার পর থেকেই ভারত সামুদ্রিক এলাকায় সুরক্ষা ব্যবস্থা বাড়িয়ে দিয়েছে।

২) বলা রাখা দরকার এর আগে নৌসেনা প্রধান অ্যাডমিরল সুনীল লাম্বা বলেছিলেন, সামুদ্রিক পথ দিয়ে হামলা করা অনেক সহজ। পাকিস্তানের নাম না করে তিনি বলেন -এর জন্য জঙ্গিদের প্রশিক্ষন পর্যন্ত দেওয়া হচ্ছে।

“ভারতকে অস্থির রাখতেই চলছে ষড়যন্ত্র”

১) সুনীল লাম্বা এও জানিয়েছেন যে তাঁদের কাছে এমন রিপোর্টও এসেছে যেখানে বলা হয়েছে “জঙ্গিদের আলাদা-আলাদা ধরনের প্রশিক্ষন দেওয়া হচ্ছে, যাতে সামুদ্রিক পথে তারা হামলা চালাতে পারে।তিনি এও বলেছেন যে ভারতকে অস্থির রাখতেই এ ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে।”

২) নৌসেনা প্রধান আরও জানিয়েছে যে “ভারত প্রতিবেশী দেশ মারফত ভয়াবহ জঙ্গিবাদের মোকাবিলা চালিয়ে যাচ্ছে।” তিনি আরো বলেন, “এশিয়া-প্রশান্ত অঞ্চলে কিছু দেশে জঙ্গি কার্যকলাপ চলছে। এইসব এলাকায় কিছু দেশ জঙ্গিবাদের হাত থেকে রক্ষা পেয়েছে। যেভাবে এই জঙ্গিবাদ বিশ্বব্যাপী আকার নিয়েছে তাতে এর ভয়াবহতা অনেক বেড়ে গেছে।”

এবার কি ওয়াটার স্ট্রাইক

১)জঙ্গিদের খতম করতে প্রথম ভারতই করে সার্জিক্যাল স্ট্রাইক। এর পর পুলওয়ামা হামলার পর ভারত ফের চালায় সার্জিক্যাল এয়ার স্ট্রাইক। সরকারের সঙ্গে যুক্ত এমন অনেকে দাবি করেছে যে এই এয়ার স্ট্রাইকে বহু জঙ্গির মৃত্যু হয়েছে। এবার তাই অনেকেই প্রশ্ন তুলছে তাহলে এবার কি তবে ওয়াটার স্ট্রাইক হতে চলেছে?

Published on: মার্চ ১৭, ২০১৯ @ ২০:১৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 4