৩৭৯ দিনের মাথায় ঝাড়গ্রামে ফের বাঘের আতঙ্ক, জখম ৪

Main বন্যপ্রাণ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মন্ডল                                                                  ছবি-বাপন ঘোষ

Published on: ফেব্রু ১৪, ২০১৯ @ ১৩:০৭

এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ১৪ ফেব্রুয়ারিঃ ঠিক এক বছর কয়েকদিনের মাথায় ফের ঝাড়গ্রামে বাঘের আতঙ্ক গ্রাস করল সেখানকার বাসিন্দাদের।ঝাড়গ্রাম ব্লকের সাপ ধরা গ্রাম পঞ্চায়েতের শিমুলডাঙা গ্রামে হিংস্র এক জন্তুর আক্রমনে জখম হলেন গ্রামের চারজন বাসিন্দা। যাদের মধ্যে একজন আবার মহিলা। সকলকেই ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।আক্রান্তদের দাবি, তাদের বাঘেই আক্রমণ করেছে।

এই ঘটনার খবর পাওয়া মাত্রই বন দফতরের কর্মীরা ছোটাছুটি শুরু করেছেন। হিংস্র জন্তুটি সত্যি বাঘ কিনা তা জানতে তারা তল্লাশি শুরু করেছে আশপাশের জঙ্গল এলাকায়। আহত চারজনের মধ্যে মহেন্দ্র মাহাতো, বিনোদ মাহাতো, ক্ষীরোদ মাহাতোর আঘাত গুরুতর।

শিমুলডাঙার গ্রামবাসীদের দাবি, এটা হায়না বা অন্য কিছু নয় এটি বাঘ। জন্তুটি দেখতে বাঘের মতোই বলে জানান গ্রামের বাসিন্দারা ও আহতরা। এই ঘটনার পর শিমুলডাঙা সহ পার্শ্ববর্তী গ্রামগুলোতে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়তেই বাসিন্দাদের সন্ধের পর বাড়ি থেকে একা বের হতে নিষেধ করা হয়েছে।

আজ থেকে ১ বছর ১৪দিন অর্থাৎ ৩৭৯ দিনের মাথায় ফের বাঘের আতঙ্ক তাড়া করল ঝাড়গ্রামের মানুষদের। টানা এক মাস ধরে বাঘের খোঁজে তল্লাশি চালানোর পর অবশেষে গত বছর ২রামার্চ সকাল ৬টা ১৫ মিনিটে বন দফতরের পাতা ফাঁদ ক্যামেরাতেই ধরা পড়ে পূর্ণ বয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারটি। যেখানে দেখা যাচ্ছে বাঘটি নিশ্চিন্ত মনেই জঙ্গলের ভিতর চলাফেরা করে বেড়াচ্ছে।

এবারও তেমনটা ঘটতে চলেছে কিনা তা নিয়ে কপালে ঘাম ঝড়তে শুরু করেছে বন দফতরের। কারণ, সেবার বাঘটিকে ধরতে বন দফতর ব্যার্থই শুধুই হয়নি গ্রামবাসীদের বর্বরতার শিকার হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়তে হয়েছিল বাঘটিকে। তাই এবার খুবই সতর্ক বন দফতর।

Published on: ফেব্রু ১৪, ২০১৯ @ ১৩:০৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 71 = 74