লাহুল এবং মানালিতে চলছে তুষারপাত

Main আবহাওয়া দেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: নভে ৪, ২০১৮ @ ১৬:৫০

এসপিটি নিউজ, সিমলা, ৪ অক্টোবরঃ হিমাচল প্রদেশের লাহুল-স্পিতী জেলায় এই মরশুমে তাপমাত্রার পারদ নেমে এল শূন্য ডিগ্রির নীচে।জেলার উপরের পার্বত্য এলাকায় এমনকি মানলির উপরের অংশেও সমানে তুষারপাত চলছে। ফলে ঠান্ডার প্রকোপ বেড়েই চলেছে। নীচের দিকে বৃষ্টি হচ্ছে অনবরত। এরফলে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হচ্ছে। ব্যাহত হচ্ছে টেলি যোগাযোগ ব্যবস্থাও।

লাহুলে তুষারপারতের ফলে সাধারণ মানুষ অসুবিধার মুখে পড়েছে। লাহুলে সড়ক অবরুদ্ধ হয়ে আছে বরফে। ফলে যানবাহন আটকে আছে। আবহাওওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত রাস্তায় বরফ সরানোর কাজে হাত লাগাতে পারছে না প্রশাসন। বারালাচায় তুষারপাত কম হলেও রোটাং-এ দু’ফুট পুরু বরফ পড়েছে। এর ফলে মানালি-কেলং-এর রাস্তায় বরফ সরানোর কাজে বর্ডার রোড অর্গানাইজেশনের সময় লাগতে পারে।

গুলাবা এবং সোলংনালায় ভিড় জমে গেছে। মানালিতে পর্যটনকেন্দ্র বরফে ঢাকা পড়ায় অনেকেই চমকে গেছে। বহুদিন বাদে মানালিতে এমন চেহারায় দেখা গেল। এদিকে ভলবো বাস মানালিতে ঢুকতে না দেওয়ায় এই দৃশ্য বহু পর্যটক দেখতে পাচ্ছেন না। শনিবার ভলবো বাস ইউনিয়নের সঙ্গে মন্ত্রী গোবন্দ ঠাকুরের বৈঠক হয়। সেই বৈঠকের পর ভলবো বাস এবার মানালিতে ঢোকার ব্যাপারে আশাবাদী অনেকেই।

ইউনয়নের সভাপতি লাজবন্তী শর্মা জানিয়েছেন, মানালি প্রশাসন হাসপাতালের কাছে অয়ালি পার্কিং পর্যন্ত ভলবো বাস ঢোকার অনুমতি দিয়েছে। তিনি আরও জানান, রাঙ্গ্রির কাছে রাস্তা খারাপ, সেই রাস্তা মেরামত করার আশ্বাস দিয়েছে প্রশাসন। ইউনয়ন সভাপতি জানান, আগামিকাল থেকে সমস্ত ভল্বো বাস মানালিতে ঢুকবে, এক্ষেত্রে আর কোনও বাধা রইল না। সুতরাং শীতের মরশুমে জমিয়ে পর্যটকরা এখন শুধু বরফের মজা নিতে পারবেন আর ভ্রমণের আনন্দ উপভোগ করবেন।

Published on: নভে ৪, ২০১৮ @ ১৬:৫০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 78 = 80