বরফে ঢাকা পড়েছে সড়ক, তুষারপাতে জওহর টানেলের ভিতর আটকে ১৬৫ জন

আবহাওয়া দেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: নভে ৪, ২০১৮ @ ১১:২১

এসপিটি নিউজ, শ্রীনগর, ৪ অক্টোবরঃ এমন ধরনের তুষারপাত সাম্প্রতিককালে দেখেনি অনেকেই। শীতের মরশুম ঠিকভাবে এখনও শুরুই হতে পারেনি কিন্তু তার অনেক আগে থেকেই এবার হিমালয়ের পার্বত্য এলাকাগুলিতে ভারী তুষারপাত হয়ে চলেছে। শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে বরফ পড়ে জমে আছে। সমানে হয়ে চলেছে তুষারপাত। এক পাও এগোতে পারছেন না যাত্রীরা। বাধ্য হয়ে তারা আশ্রয় নিয়েছেন জওহর টানেলর ভিতর।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে ভারী তুষারপাতের কারণে রাস্তা বরফে ঢেকে গেছে। ফলে গাড়ি এগোতে পারছে না। সমানে তুষারপাত হয়ে চলেছে। এর ফলে টানেলের ভিতর আটকে আছেন ১৬৫জন যাত্রী। গতকাল তাদের বানিহালে নিয়ে যাওয়া হয়েছে।

যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ট্র্যাফিক বিভাগ ঐতিহাসিক মুঘল রোড, বান্ডীপোর-গুরেজ রোড, শ্রীনগর-লে সড়কে তৃতীয়দিনেও তুষারপাত চলার ফলে যান চলাচল বন্ধ আছে। নীচে সমানে বৃষ্টি হয়েই চলেছে। এরফলে ঠান্ডার প্রকোপ বেড়েই চলেছে। তাপমাত্রার পারদ নামছে হু হু করে।গুল্মার্গ সহ পাহাড়ি উঁচু এলাকায় তুষারপাত শুরু হয়েছে।

আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী গুলমার্গে ৯ ইঞ্চি, সোনমার্গে ১১ইঞ্চি, মহাগুংস টোপে এক ফুট, জোজিলা দরোতে দেড় ফুট, সিন্থন টপের কাছে দেড় ফুট, সাধনা টপের কাছে দু’ফুট বরফ জমেছে।এদিকে, শ্রীনগরে গতকাল সকাল সাড়ে আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ২৭মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।শ্রীনগরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস।

Published on: নভে ৪, ২০১৮ @ ১১:২১

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

25 − = 19