বেরিয়েছিলেন মাছ ধরতে, শিকার হলেন ক্ষিপ্ত দাঁতালের

Main বন্যপ্রাণ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                                  ছবি-বাপন ঘোষ

Published on: নভে ৪, ২০১৮ @ ২০:৫৯

এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ৪ অক্টোবরঃ ফের হাতির হানা ঝাড়গ্রাম জেলায়। চলতি বছরে এই নিয়ে তিনজনের মৃত্যু হল। এবার ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম থানার লাউরিয়াদাম গ্রামে। মৃত ব্যক্তির নাম অজিত রায় (৫৫)।এভাবে একের পর এক গ্রামবাসীর হাতির হানায় মৃত্যুর ঘটনায় আতঙ্কিত সকলে।

পুলিশ জানিয়েছে, রবিবার ভোরে জমিতে লাগোয়া জলাশয়ে মাছ ধরতে বেরিয়েছিলেন অজিত রায়। আচমকা সামনে বিরাট এক দাঁতাল পড়ে যায়। ছুটে পালাতে যান। কিন্তু হাতি তার পিছু নেয়। কিছু দূর গিয়ে মেঠোরাস্তায় হাতির মুখোমুখি পড়ে যান তিনি। আর সেইসময় ক্ষিপ্ত দাঁতাল শুঁড়ে পেঁচিয়ে তুলে আছাড় মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।পড়ে থাকে অজিত রায়ের বিধ্বস্ত মৃতদেহটি। পরে খবর পেয়ে মানিকপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে ছিন্নবিচ্ছিন্ন মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে পাঠায়।

গ্রামের মানুষের অভিযোগ, বন দফত্র সজাগ না থাকায় এই ঘটনা বারে বারেই ঘটে চলেছে। গ্রামগুলিতে যেভাবে হাতির দল ঢুকে পড়ে তাণ্ডব চালায় সেব্যাপারে বারবার বন দফতরকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। ফলে গ্রামবাসীদের প্রাণ দিয়ে এর মূল্য চোকাতে হচ্ছে। তাদের আশঙ্কা শীত আসছে হাতির দল ফের গ্রামে ঢুকে তাণ্ডব চালাবে। তখন যে কিভাবে রক্ষা পাওয়া যাবে সেটাই এখন ভাবনার বিষয়।

Published on: নভে ৪, ২০১৮ @ ২০:৫৯

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

79 − = 72