‘ হরে কৃষ্ণ হরে হরে। বিজেপি সবার ঘরে ঘরে ‘- প্রথম রোড-শো’এ নয়া স্লোগান শুভেন্দুর

Main রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ২৪, ২০২০ @ ১৭:২০

এসপিটি নিউজ, পূর্ব মেদিনীপুর, ২৪ ডিসেম্বর:  বিজেপি’তে যোগ দেওয়ার পর আজ প্রথম রোড-শো সহ সভা করছেন শুভেন্দু অধিকারী। আর প্রথম রোড-শো’এ উপচে পড়ল জনতার ঢল। এই রোড-শো’এ শুভেন্দু তুললেন নয়া স্লোগান- ‘হরে কৃষ্ণ হরে হরে / বিজেপি সবার ঘরে ঘরে। এদিন মেচেদা থেকে কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ড পর্যন্ত দীর্ঘ পাঁচ কিলোমিটার রোড-শো করেন কাঁথির ঘরের ছেলে শুভেন্দু অধিকারী।

কেন এই স্লোগান দিলেন শুভেন্দু

শুভেন্দু অধিকারী জানালেন- পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের নাম যেমন নেওয়া হয় তিনি যেমন সত্য আর শৌর্য্যের প্রতীক ঠিক তেমনই এই বাংলার মহামানব মহাপ্রভু শ্রীচৈতন্য হলেন প্রেমের ঠাকুর। ভালোবেসে প্রেম দিয়ে তিনি হরে কৃষ্ণ নাম দিয়ে সকলকে কাছে টেনে নিয়েছিলেন। আমার তাই মনে হয়েছে ভগবান শ্রীরামচন্দ্রের পাশাপাশি মহাপ্রভু শ্রীচৈতন্যকে আমাদের মাথায় করে রাখতে হবে। তাই তাঁর দেওয়া হরে কৃষ্ণ নামের সঙ্গে বিজেপি’র নাম জড়িয়ে আমি এই নয়া স্লোগান তুলেছি- ‘হরে কৃষ্ণ হরে হরে / বিজেপি ও তার পদ্মফুল সবার ঘরে ঘরে।

গতকাল তৃণমূলের সভা থেকে শুভেন্দুকে কুৎসার জবাব

গতকাল কাঁথিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা যেখানে ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফরহাদ হাকিম, সাংসদ সৌগত রায়, কাঁথির বিধায়ক অখিল গিরিরা একযোগে শুভেন্দু ও তাঁর পরিবারকে আক্রমণ করেন। এখনও যেখানে অধিকারী পরিবারের আরও বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসেই আছেন। তৃণমূল গতকাল শুভেন্দুকে ‘বিশ্বাসঘাতক’, ‘মিরজাফর’ আরও কত কী বলে কটাক্ষ করেন। সেই প্রসঙ্গে আজ রোড-শো’এ গাড়ির উপর দাঁড়িয়েই শুভেন্দু বলেন- কলকাতাকে ‘মিনি পাকিস্তান’ বলা এক মন্ত্রী অনেক কথাই বলে গেছেন। আর অধ্যাপক রায়কে প্রণাম জানিয়ে বলি- এক সময় আপনি ইন্দিরা গান্ধীকে গ্রেফতারের দাবি তুলেছিলেন। আবার আপনি এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছিলেন। ক্ষিতি গোস্বামীর বিরুদ্ধে কে হেরেছিলেন? সব ভুলে যাবেন না।

দুই মেদিনীপুরের ৩৫টি আসনেই গোহারা হারাবো তৃণমূলকে-শুভেন্দু

শুভেন্দু অধিকারী এদিন রোড-শো-এর মাঝে বলেন- এনডিএ থাকার সময় সেই সরকারের মন্ত্রী জর্জ ফার্নান্ডেজের টাকায় হওয়া তৃণমূল ভবনে বসে তৃণমূলের এক মুখপাত্র বলছেন- মেদিনীপুরে বিশ্বাসঘাতকের জন্ম হয়! আরে মেদিনীপুরের বীরেন্দ্র শাসমলের জন্ম হয়। মেদিনীপুরে বর্ণপরিচয়ের স্রষ্টার জন্ম হয়। মেদিনীপুরে তাম্রলিপ্ত সরকার হয়। মেদিনীপুরে মাতঙ্গিনী হাজরার জন্ম হয়। আর উনি বলছেন- মেদিনীপুরে বিশ্বাসঘাতকের জন্ম হয়! এর জবাব পেয়ে যাবেন আপনারা। মেদিনীপুরের মানুষই আপনাদের দেবে উপযুক্ত জবাব। দুই মেদিনীপুরের ৩৫টি আসনেই হারাবো তৃণমূলকে।গণনার দিন তৃণমূল নেতাদের আমার বাড়িতে ইলিশ মাছ খাওয়ার আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম।

সংবাদ মাধ্যমকে বলছি-কত লোক হয়েছে আপনারাই বলুন

গতকালের সভায় দাঁড়িয়ে কাঁথির বিধায়ক অখিল গিরি শুভেন্দুকে কটাক্ষ করে বলেছিলেন- আগামিকালে বিজেপির সভায় এক সিকি লোকও হবে না। আজ রোড-শো’এ যেতে যেতে এই প্রশ্নের কড়া জবাব দিলেন শুভেন্দু অধিকারী। বললেন- দুই মেদিনীপুর থেকে লোক এনে হাজার পাঁচেক লোক জমায়েত করেছিলেন। আর কত লোক হয়েছে তা তো দেখছেন। আপনারাই দেখান । বলুন না কত লোক হয়েছে।

Published on: ডিসে ২৪, ২০২০ @ ১৭:২০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = 5