ধাওয়ানের অপরাজিত সেঞ্চুরি, সিরিজ পকেটে পুরল ভারত

Main খেলা দেশ
শেয়ার করুন

শ্রীলঙ্কা-২১৫-১০ (৪৪.৫ ওভার)

ভারত-২১৯-২ (৩২.১ ওভার)

 

ভারত জয়ী ৮ উইকেটে

ম্যান অব দ্য ম্যাচ- কুলদীপ যাদব

ম্যান অব দ্য সিরিজ- শিখর ধাওয়ান

বিশাখাপত্তনম, ১৭ ডিসেম্বর (পিটিআই): শিখর ধাওয়ান একের পর এক সেঞ্চুরি হাঁকিয়েছেন। ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৮ উইকেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে সিরিজের নির্ণায়ক ম্যাচে আবারও দ্বিপক্ষীয় প্রতিযোগিতায় অষ্টম জয় তুলে নিল ভারত।

ভারত ২১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩২.১ ওভারে ধাওয়ান এদিন ৮৫ বলে অপরাজিত ১০০ রান করে একদিনের ম্যাচে তাঁর ১২তম সেঞ্চুরির সঙ্গে জয়ের রান তুলে ফেলেন। শ্রেয়স আইয়ারের ৬৩ বলে ৬৫ রানের ইনিংসটি ছিল তাঁর দ্বিতীয় অর্ধশতক, কিন্তু সেঞ্চুরি হাঁকানোর সুযোগ তাঁর হাতছাড়া হয়ে যায়। যদিও দীনেশ কার্তিক ধৈর্য সহ ২৬ রানে অপরাজিত ছিলেন।

শ্রীলঙ্কানরা শুরুটা ভাল করলেও পরে তাদের ইনিংস হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাসের ঘরের মতো। ২ উইকেটে ১৬০ রান থেকে তারা ২১৫ রানে অন আউট হয়ে যায়। সদিন ভারতীয় স্পিনার যজুবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব তিনটি করে উইকেট দখল করে।

আজকের ম্যাচে জয়ের মাধ্যমে ভারত ২০১৬ সালের জুলাই থেকে একদিনের ক্রিকেটে টানা আটটি সিরিজ করে নিল। পাশাপাশি একদিনের ক্রিকেটে সিরিজে ভারতকে প্রথমবার নেতৃত্ব দিয়ে সিরিজ জয়েরও সম্মান অর্জন করলেন রোহিত শর্মা।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

99 − = 97