দিল্লি পৌঁছতেই রাজীব বন্দ্যোপাধ্যায় বদলে দিলেন নিজের ফেসবুক প্রোফাইল ছবি

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ৩০, ২০২১ @ ২১:১৪

এসপিটি নিউজ:  দীর্ঘ দশ বছরের সম্পর্ক ভেঙে খাঙ্খান। এক সময় তৃণমূল কংগ্রেসের ‘ফার্স্ট বয়’ বলা হতো রাজীব বন্দ্যোপাধ্যায়কে। ডোমজুর বিধানসভা কেন্দ্র থেকে রাজ্যের মধ্যে রেকর্ড ভোটে জেতার নজির গড়েছিলেন প্রাক্তন এই তৃণমূল নেতা। কিন্তু গত কয়েক মাসে সেই সম্পর্কে চিড় ধরল। আজ দিল্লি পৌঁছতেই বদলে ফেললেন নিজের ফেসবুক প্রোফাইল ছবিও।

দিল্লিগামী চার্টার্ড উড়ানে ওঠার সময় পর্যন্ত নিজের ফেসবুক প্রোফাইলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ লেখা ছিল বাংলার গর্ব মমতা। তা নিয়ে রীতমতো সমালোচনার মুখে পড়তে হয়েছিল রাজীব বন্দ্যোপাধ্যায়কে। এমনকী, এজ তিনি নিজে বলেওছিলেন- তৃণমূল ছাড়লেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান করেন। নোংরা রাজনীতি তিনি পছন্দ করেন না। তিনি চান বাংলার আরও উন্নয়ন। তৃণমূলের পক্ষ থেকে কেউ কেউ কটাক্ষ করে বলেছিলেন- দল ছেড়েছেন তবু প্রোফাইলের ছবি বদলাতে পারলেন না।

অবসয় তিনি মুখে সেই জবাব না দিলেও দিল্লি পৌঁছনোর পরেই নীরবেও নিজের ফেসবুক পেজের প্রোফাইল বদলে ফেলেন। যেখানে গেরুয়া রঙের ব্যাকগ্রান্ডে জনতার মাঝে হাত তুলে দাঁড়িয়ে আছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আর বাংলায় লেখা- মানুষের সাথে মানুষের পাশে। একইভাবে নিজের ফেসবুক গ্রুপের প্রোফাইলও বদলে ফেলেন রাজীব। সেখানেও একই স্লোগান রেখে দেন। আর লেখেন তার অনুরাগীরা যেন এই গ্রুপে যোগ দেন।

Published on: জানু ৩০, ২০২১ @ ২১:১৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 3 =