তুমি হলে “জৈশ-ই-শয়তান”-মাসুদকে বললেন তেলেঙ্গানার নেতা আসাউদ্দিন

Main দেশ বিদেশ
শেয়ার করুন

Published on: ফেব্রু ২৪, ২০১৯ @ ১৪:৪৬

এসপিটি নিউজ ডেস্কঃ পুলওয়ামার হামলার ঘটনার পর থেকে দেশের নানা প্রান্তের রাজনৈতিক দল তাদের মতো করে দেশ প্রেম প্রদর্শন করে চলেছে। কেউ কথায় আবার কেউ বা কোনও কর্মসূচীর মাধ্যমে। সব জায়গাতেই একটা পাকিস্তান বিদ্বেষী মনোভাব উঠে এসেছে। আবারও তার একটা ঝলক দেখা গেল গত কাল তেলেঙ্গানার নেতা আসাউদ্দিন কাওয়াসির মন্তব্যে। যেখানে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও জৈশ-ই-মহম্মদ নেতা মৌলানা মাসুদ আজহারের বিরুদ্ধে তোপ দেগেছেন।

আসাউদ্দিন বলেন-“আমরা পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বলতে চাই যে আপনি কোনও টিভি ক্যামেরার সামনে বসে সেই বার্তাটি ভারতকে দেবেন না। আপনি এভাবে নিজেকে নির্দোষ ভাববেন না,  এটাই প্রথম আক্রমণ ছিল না। পাঠনকোট, উরি ও এখন পুলওয়ামাও যোগ হল হামলার তালিকায়। আমরা পাকিস্তানের প্রধানমন্ত্রীর নির্দোষতার মুখোশ খুলে ফেলতে চাই।”

জৈশ-ই-মহম্মদ-এর মহম্মদ শব্দটি ধরে আসাউদ্দিন তোপ দাগেন ওই জঙ্গি সংগঠনের প্রধান মৌলানা মাসুদ আজহারের বিরদ্ধে। তিনি বলেন- মহম্মদ একজন সৈনিক একজন ব্যক্তিকে হত্যা করেন না, তিনি মানবতার প্রতি দয়াশীল। তোমার সংগঠনের নাম আসলে জৈশ-ই-শয়তান, জৈশ-ই-ইবলিশ হয়। মাসুদ আজহার, তুমি মাওলানা নও, তুমি শয়তানের শিষ্য। এটি লস্কর-ই-তৈবা নয়, এটি লস্কর-ই-শয়তান।”

“এই হামলয় পাকিস্তানের যোগ আছে। পাকিস্তান সরকার, পাকিস্তান সেনাবাহিনী ও আইএসআইয়ের পরিকল্পনা অনুযায়ী এটি করা হয়েছিল। আমি আমাদের ৪০ জন জওয়ানকে হত্যা করা সেই দলটিকে বলতে চাই -তোমরা হামলার দায় স্বীকার করেছো- তুমি জৈশ-ই-মহম্মদ নও, আসলে তুমি হলে জৈশ-ই-শয়তান।” বলেন আসাউদ্দিন।

Published on: ফেব্রু ২৪, ২০১৯ @ ১৪:৪৬

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 1