মুম্বই গণেশময়

দেশ
শেয়ার করুন

সংবাদদাতা– অরুণাভ গুপ্ত

Published on: সেপ্টে ১৪, ২০১৮ @ ১৭:৩৪

এসপিটি নিউজ, নবী মুম্বই-ভাসি, ১৪ সেপ্টেম্বরঃ গণেশ চতুর্থীর আরাধনায় মুম্বই মাতোয়ারা। দেড় দিন, তিন দিন, পাঁচ দিন, সাত দিন ও দশ দিন -যে যেমন মানেন আত্মনিয়োগ করেন গণেশ পুজোয়। আমি আপাতত মুম্বইতে মেয়ে-জামাই ও নাতির তত্বাবধানে।

অদ্ভুত আনন্দে মন ভরপুর কেননা ভাসি, সেক্টর ২৮ প্লট নং ১৩২ টিউলিপ আবাসনের আবাসিকবৃন্দ এই মুহূর্তে গণেশ পুজোয় ব্যস্ত। আড়ম্বর জাঁকজমকের প্রাবাল্য না থাকলেও রয়েছে নিষ্ঠা ও আন্তরিকতা। আবাসিকরা নিজেরাই সাজিয়েছেন এবং তাঁদের প্রত্যেকের উপস্থিতি, আরতি, জয়ধ্বনিতে টিউলিপ মুখরিত।

আমি ও আমার স্ত্রী আবাসিকদের ঢালাও সৌজন্যে সার্ত্য মুগ্ধ-অভিভূত। মনে হচ্ছিল কলকাতাতে আমরাও তো আবাসনে থাকি, কিন্তু এমন উদার আতিথেয়তা আমরা কি দেখাতে পারছি। যার-যার তার-তার মানসিকতা।

আমার কাছে টিউলিপ-গণেশ অর্চনা-পরিবেশ সম্পদ বিশেষ।

Published on: সেপ্টে ১৪, ২০১৮ @ ১৭:৩৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

36 + = 45