মায়াপুর ইসকন মন্দিরে আগামী ৪ মে থেকে শুরু হতে চলেছে চন্দনযাত্রা উৎসব

Main দেশ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: মে ১, ২০২২ @ ১৬:৪৪

এসপিটি নিউজ, কলকাতা, ১ মে: প্রায় পাঁচশো বছর আগে পুরীধামে নরেন্দ্র সরোবরে শ্রীশ্ররাধামদন মোহনকে নিয়ে চন্দনযাত্রা উৎসব শুরু হয়েছিল। স্বয়ং শ্রীচৈতন্য মহাপ্রভু সেই অনুষ্ঠানে অংশ নিয়ে খুব আনন্দ লাভ করেছিলেন।আজও সেই প্রথাকে এগিয়ে নিয়ে চলেছে ইস্কন। আগামী ৪ মে থেকে মায়াপুর ইসকনে মহাসমারোহে এই চন্দনযাত্রা উৎসব পালিত হবে। টানা ২১ দিন ধরে চলবে এই উৎসব। করোনা মহামারীর পর এবারের উৎসবে আশা করা হচ্ছে ভক্তসমাগম অনেক বেশি হবে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানিয়েছেন- এ বছর ৪ মে বুধবার থেকে মায়াপুর ইসকন মন্দিরে চন্দনযাত্রা উৎসব শুরু হচ্ছে। চলবে ২১ দিন ধরে। বিশ্বজুড়ে ইসকনের প্রতিটি মন্দিরে পালন করা হবে এই উৎসব।

কিভাবে পালন করা হয়ে এই উৎসব? কি কি হয় তাতে। কোন সময় চলে এই উৎসব? এই সব প্রশ্নের জবাব দিতে গিয়ে মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক বলেন- “শ্রীশ্রীরাধামাধবকে চন্দ্রোদয় মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে নিয়ে আসা হয় সমাধি মন্দির পুষ্করিণীতে । সুসজ্জিত নৌকায় করে চলে সলিল বিহার, চলে প্রদক্ষিণ, আরতি কীর্তন, ভজন আ নৃত্যগীত এবং সেইসঙ্গে চলে আগত দর্নার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ। সমাধি মন্দির এবং পুষ্করিণীর চারদিক ফুল ও আলোকমালায় সুসজ্জিত করা হয়। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত আটটা পর্যন্ত চলে এই উৎসব।

বৈশাখ মাসের শুক্লা তৃতীয়াকে অক্ষয় তৃতীয়া বলা হয়। এদিনটি বিশেষ মাহাত্মপূর্ণ> এদিন থেকে শুরু হয় চন্দনযাত্রা। ভক্তবৎসল ভগবান ভক্তের সেবা গ্রহণ করে বড়ই আনন্দ উপভোগ করেন। সেইসজন্য পরমেশ্বর ভগবানের সর্বাঙ্গে চন্দন লেপন করা হয়। এই উৎসবে অংশ নিতে দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত সমবেত হন। এই উৎসব সকলের মনে প্রাণে গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ থেকে মুক্ত আকাশে, মুক্ত বাতাসে, শান্তি, স্বস্তি এনে দেয় ।

Published on: মে ১, ২০২২ @ ১৬:৪৪


শেয়ার করুন