তুষারপাতে সিনথান পাসে আটকে পড়া 10 জনকে উদ্ধার করল সেনা-পুলিশ

Main দেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: নভে ১৬, ২০২০ @ ১৯:০১

এসপিটি নিউজ ডেস্ক:  শীতের মরশুমের শুরুতেই পাহাড়ের উঁচু অংশে তুষারপাত শুরু হয়ে গেছে। রবিবার রাত থেকেই উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরের উঁচু পাহাড়ি এলাকায় তুষারপাত হয়েছে। যার ফলে কোনও জায়গায় লোকজন সেখানে আটকে পড়েছে। তাদের উদ্ধারের জন্য সেনা ও পুলিশ যৌথ অভিযান চালিয়েছে। জম্মু ও কাশ্মীরে এমন ঘটনা ঘটেছে।

জম্মু ও কাশ্মীরের সিনথান পাসে তুষারপাতের ফলে আটকে দশজন বেসামরিক মানুষ। খবর পেয়ে তাদের উদ্ধারে নামে সেনাবাহিনী ও জম্মু ও কাশ্মীরের পুলিশ। যৌথ অভিযান শুরু হয় তাদের উদ্ধারের জন্য।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, তুষারপাতের কারণে সিনথান পাসে দশজন বেসামরিক মানুষ আটকে পড়ে। সেনা-পুলিশের যৌথ দল সেখান থেকে তাদের উদ্ধার করে ২৪৪ নম্বর জাতীয় সড়ক ধরে পাঁচ ঘণ্টা হেঁটে নীচে সিনথান পার্কে নিয়ে আসে। সেখানে তাদের খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করা হয়।

ইতিমধ্যে জম্মু ও কাশ্মীরের পীরপঞ্জাল পার্বত্য এলাকায় বিস্তীর্ণ অংশে তুষারপাত হয়েছে। এর ফলে মুঘল রোড বন্ধ করে দেওয়া হয়েছে।

Published on: নভে ১৬, ২০২০ @ ১৯:০১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

86 − = 82