ভারতে ১০০ মসজিদ নির্মাণ করবে কুয়েত!

দেশ বিদেশ
শেয়ার করুন

Published on: সেপ্টে ১৪, ২০১৮ @ ১৪:৪৪

এসপিটি নিউজ ডেস্কঃ বিশ্বের মুসলিম প্রধান দেশগুলিতে তারা গরিব অসহায় মুসলিম পরিবারের পাশে দাঁড়িয়েছে। ইতিমধ্যে তারা বেশ কিছু সেবামূলক কাজ করে সেইসব দেশে মুসলিমদের আস্থাও অর্জন করেছে। কুয়েতের ‘ফুড এন্ড হেল্প ব্যাংক’ এবার সাহায্যের হাত বাড়িয়েছে ভারতের মুসলিমদের দিকে। ভৌগলিক আয়তনের দিক থেকে বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ ভারতের মুসলিমদের জন্য তারা এবার গড়তে চলেছে ১০০টি মসজিদ। একই সঙ্গে তাদের জন্য কূপ খননেরও পরিকল্পনা নিয়েছে কুয়েতের এই সংস্থাটি।

যদিও তাদের এই কাজে ভারত সরকারের কতটা সমর্থন আছে তা অবশ্য জানা জায়নি। কারণ, কুয়েতের এই সংস্থাটি শুধু মসজিদ নির্মাণই নয় তারা মসজিদের পাশাপাশি কিছু কূপ খনন করারও পরিকল্পনাও নিয়েছে। কারণ, সংস্থাটি জেনেছে ভারতে এমন বেশ কিছু মুসলিম অধ্যুষিত এলাকা আছে যেখানকার মানুষ নানা সুবিধা থেকে বঞ্চিত। বিশেষ করে সেইসব এলাকায় জলের সমস্যা আছে। আর তাই কুয়েতের ‘ফুড এন্ড হেল্প ব্যাংক’ চ্যারিটি ফাউন্ডেশন এমন কর্মসূচী নিতে চলেছে। ঐ চ্যারিটি ফাউন্ডেশনের প্রধান সালেমুর হিমা ভারতে ১০০ মসজিদ ও বেশ কিছু কূপ খননের কথা জানিয়েছেন।

প্রতিটি মসজিদ নির্মাণে খরচ হবে প্রায় ২৫০০ কুয়েতি দিনার। যা প্রায় ৮ হাজার ২৫৭ ডলার। আর কূপ নির্মাণে খরচ হবে ৫০ কুয়েতি দিনার বা ১৬৫ ডলার।ভবিষ্যতে এই সংস্থাটি সারা বিশ্বে দরিদ্র মুসলিমদের মাঝে কুপনের মাধ্যমে খাবার কেনার সুযোগ করে দবে বলেও ইঙ্গিত দিয়েছে।

এখন একটাই প্রশ্ন, ভারত এই সংস্থার সাহায্যকে অনুমোদন দিয়েছে বা দেবে? কারণ, কিছুদিন আগে কেরলের বন্যা কবলিত এলাকার পাশে দাঁড়াতে সৌদি আরব ৭০০ কোটি টাকার সাহায্যের প্রস্তাব দিলেও ভারত তা প্রত্যাখায়ন করেছিল। সেক্ষেত্রে কুয়েতের এই সংস্থাটির এমন কর্মসূচীকে আদৌ অনুমোদন দেবে কিনা সেটাই এখন সব চেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

Published on: সেপ্টে ১৪, ২০১৮ @ ১৪:৪৪

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

84 − 74 =