মিমি-নুসরতকে দাঁড় করিয়ে প্রার্থী তালিকায় চমক তৃণমূলের, এলেন মানস ভুঁইয়া, সুব্রত মুখোপাধ্যায়ও

দেশ রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

সংবাদদাতা– অনিরুদ্ধ পাল

Published on: মার্চ ১২, ২০১৯ @ ২১:৩০

এসপিটি নিউজ, কলকাতা, ১২ মার্চঃ পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা আসনের সব কটিতেই তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থীর নাম প্রকাশ করে দিল মঙ্গলবার। তালিকায় বেশ কিছু নতুন মুখ যোগ হয়েছে। তবে তার মধ্যে উল্লেখযোগ্য দুটি হল টলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান। মিমি প্রতিদ্বন্দ্বিতা করবেন যাদভপুর লোকসভা কেন্দ্র থেকে আর বসিরহাট থেকে লড়বেন নুসরত জাহান।

১০টি জয়ী আসনে প্রার্থী বদল

১) এবার প্রার্থী তালিকায় বেশ কিছু পরিবর্তন হয়েছে। ১০টি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী বদল করেছে। যেগুলিতে তৃণমূল প্রার্থী জয়ী হয়েছিল। সেরকম ১০টি আসনে প্রার্থী বদল করেছে তারা। আসনগুলি হল-কোচবিহার, কৃষ্ণনগর, বোলপুর, রানাঘাট, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, বসিরহাট, যাদবপুর ও কলকাতা দক্ষিণ।

২) কোচবিহারে গতবার জিতেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রেণুকা সিনহা।এবার তাঁকে ছেঁটে ফেলল দল। কৃষ্ণনগর আসনটি নিয়ে তৃণমূলের মধ্যেই জোর আলোচনা চলছিল কাকে করা হবে প্রার্থী? কারণ ওই আসনের গতবারের বিজয়ী প্রার্থী তাপস পালকে সিবিআই রোজ ভ্যালি কান্ডে গ্রেফতার করেছিল। তার উপর তাপস পালের আচরন নিয়েও এলাকার মানুষের মধ্যে ক্ষোভ দানা বেধেছিল। তার থেকে রক্ষা পেতেই এবার ওই আসনে প্রার্থী বদল করা ছাড়া অন্য কোনও উপায় ছিল না তৃণমূলের হাতে। এবার সেখানে প্রার্থী করা হল নতুন মুখ হিসেবে মহুয়া মৈত্রকে।

৩) বোলপুরের যে প্রার্থী বদল হবে সেটাও অনেক আগে থেকেই ঠিক হয়েছিল। কারণ সেখানকার সাংসদ অনুপম হাজরাকে তৃণমূল তার দলবিরোধী কাজকর্মের জন্য সাইড করে রেখেছিল। তাছাড়া তিনিও বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন। আজ দিল্লিতে তিনি বিজেপিতে যোগ দিয়ে সেটা আরও পরিষ্কার করে দিয়েছেন। এবার তাই বোলপুর আসনেও তৃণমূল কংগ্রেস প্রার্থী বদল করেছে। সেখানে নতুন প্রার্থী করা হয়েছে অসিত কুমার মাল-কে।

৪) রানাঘাটেও জয়ী প্রার্থী তাপস মন্ডলকে ছেঁটে ফেলল তৃণমূল। সেখানে এবার নতুন প্রার্থী করা হয়েছে রূপা্লী বিশ্বাসকে। একই সঙ্গে ঝাড়গ্রাম, মেদিনীপুরেও জয়ী প্রার্থীদের সরিয়ে দিল তৃণমূল কংগ্রেস। ঝাড়গ্রামের তৃণমূল সাংসদ ঊমা সোরেনের ভূমিকা নিয়েও জেলার প্রশাসনিক সভাতেই প্রশ্ন তুলেছিলেন দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছিলেন। এরপর জন্সংযোগ বাড়াতে তিনি শেষ চেষতা করেছিলেন। কিন্তু শেষ রক্ষা আর হল না। দলনেত্রীর বিরাগভাজন হতে হল তাঁকে। দল ঝাড়গ্রামে নতুন মুখ নিয়ে এল। নাম বীরবাহ সোরেন।

৫) মেদিনীপুরেও সেই একই অবস্থা। সেখানেও জয়ী সাংসদ অভিনেত্রী সন্ধ্যা রায়কে প্রার্থী করে খুব কথা শুনতে হয়েছে দলকে। ২০১৪ সালের লোকসভা ভোটের পর থেকে তাঁকে এলাকাবাসী কতবার দেখেছেন তা হাতে গুনে অনেকেই হয়তো বলে দিতে পারবেন। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার এলাকার ভূমি পুত্র বর্ষীয়ান রাজনীতিবিদ ডা. মানস ভুইয়াঁকে প্রাথী করল তৃণমূল।

৬) বাঁকুড়াতে অবশ্য জয়ী প্রার্থীকে সরিয়ে দিলেও সেই অভিনেত্রী মুনমুন সেনকে নিয়ে আসা হল আসানসোলে। আর তাঁর জায়গায় বাঁকুড়ার নতুন প্রার্থী করা হল রাজ্যের বর্তমান পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে। কলকাতা দক্ষিণ কেন্দ্রের সাংসদ দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির জায়গায় সেখানে নতুন প্রার্থী করা হল কলকাতা কর্পোরেশনের মেয়র পারিষদ মালা রায়কে।

দেবের সঙ্গে এবার ভোটের লড়াইতে সামিল দুই নায়িকা মিমি-নুসরতও

১) ২০১৪ সাল থেকে রাজ্যের রাজনীতিতে এক নয়া রঙ লেগেছে। ভোটের লড়াইতে নিয়ে আসা হয়েছে টলিউডের নায়িকাদের। তৃণমূলের নানা অনুষ্ঠানেই দেখা গেছে একাধিক নায়ক-নায়িকাদের। ২০১৪ সালের লোকসভা ভোটে মোদি ঝড়ে যখন গো্টা ভারতে সব রাজনৈতিক দল কুপোকাত হয়ে যেতে শুরু করেছিল সেই কঠিন পরিস্থিতির মধ্যেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জনপ্রিয়তার জোরে জিতিয়ে এনেছিলেন দেব, সন্ধ্যা রায়, মুনমুন সেনের মতো চলচ্চিত্র জগতের সেলিব্রিটিদের।

২) তবে ২০১৬ সালের বিধানসভা ভোটে কিন্তু এই সমীকরণ কাজে দেয়নি। সেবার মালদহ, বাঁকুড়াতে সেলিব্রিটিদের দাঁড় করালেও তাদের পরাজয় স্বীকার করতে হয়েছিল।এমনকী দার্জিলিং লোকসভা আসনেও বাইচুং ভুটিয়াকে দাঁড় করিয়েও মাথা নীচু করতে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে।

৩) বসিরহাট লোকসভা কেন্দ্রের আসনটিতে গতবার জিতেছিলেন ইদ্রিস আলী। তাঁকে নিয়েও এলাকায় বহু তৃণমূল কর্মীদের মধ্যে আপত্তি ছিল। সেই অভিযোগ জমাও পড়েছিল কালীঘাটে। সেই মতো তাঁকে এবার ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিতে হল তৃণমূলকে।প্রার্থী করা হল বর্তমানে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহানকে।তৃণমূলের একাধিক অনুষ্ঠানেই তাঁর উজ্জ্বল উপস্থিতি সকলের নজর কেড়েছে।এ পর্যন্ত তাঁর বেশ কিছু চলচ্চিত্র দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য-খোকা ৪২০, খিলাড়ি, যোদ্ধাঃ দ্য ওয়ারিয়র, জামাই ৪২০, হর হর বোমকেশ, জুলফিকার, বলো দুগগা মাইকি, ঊমা। এবার দেখার বিষয় রূপালি পর্দার মতো বাস্তবের পর্দাতেও তিনি মানুষের মন জয় করে নিতে পারেন কিনা!

৪) আর এক সেলিব্রিটি হলেন যাদবপুর লোকসভা আসনের নতুন মুখ জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। যার জনপ্রিয়তা নুসরতের চেয়েও বেশি। তাঁকে প্রার্থী করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসনে। যেখানে একদিন দাঁড়িয়েছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আসন থেকেই জিতেছেন লোকসভার  প্রাক্তন প্রয়াত অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়। গতবার এই আসনটিতে জিতেছিলেন তৃণমূলের সুগত বসু। তার আগে জিতেছিলেন কৃষ্ণা বসু।এবার সেখানে প্রার্থী হলেন অভিনেত্রী মিমি। যার ঝুলিতে একাধিক সফল চলচ্চিত্রের সম্মান। সেই নায়িকা রাজনীতির ময়দানে দাঁড়িয়ে কিভাবে লক্ষ্যে সফল হতে পারেন সেদিকেই থাকবে সকলের নজর।

তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণ প্রার্থী তালিকা

  • কোচবিহার-পরেশচন্দ্র অধিকারী
  • আলিপুরদুয়ার-দশরথ তিরকে
  • জলপাইগুড়ি-বিজয় চন্দ্র বর্মন
  • দার্জিলিং– অমর সিং রাই
  • রায়গঞ্জ– কানাইয়ালাল আগরওয়াল
  • বালুরঘাট– অর্পিতা ঘোষ
  • মালদহ উত্তর- মৌসুম বেনজির নূর
  • মালদহ দক্ষিন-ড. মোয়াজ্জেম হোসেন
  • জঙ্গিপুর-খালিলুর রেহমান
  • বহরমপুর– অপূর্ব সরকার
  • মুর্শিদাবাদ– আবু তাহের খান
  • কৃষ্ণনগর– মহুয়া মৈত্র
  • রানাঘাট– রূপালি বিশ্বাস
  • বনগাঁ-মমতা বালা ঠাকুর
  • বারাকপুর-দীনেশ ত্রিবেদী
  • দমদম-সৌগত রায়
  • বারাসত– ডা. কাকলি ঘোষ দস্তিদার
  • বসিরহাট– নুসরত জাহান
  • জয়নগর-প্রতিমা মন্ডল
  • মথুরাপুর-চৌধুরী মোহন জাটুয়া
  • ডায়মন্ডহারবার-অভিষেক বন্দ্যোপাধ্যায়
  • যাদবপুর– মিমি চক্রবর্তী
  • কলকাতা দক্ষিণ- মালা রায়
  • কলকাতা উত্তর- সুদীপ বন্দ্যোপাধ্যায়
  • হাওড়া- প্রসূন বন্দ্যোপাধ্যায়
  • উলুবেড়িয়া-সাজদা আহমেদ
  • শ্রীরামপুর-কল্যান বন্দ্যোপাধ্যায়
  • হুগলি-ড. রত্না দে নাগ
  • আরামবাগ– অপরূপা পোদ্দার
  • তমলুক-দিব্যেন্দু অধিকারী
  • কাঁথি-শিশির অধিকারী
  • ঘাটাল-দীপক অধিকারী
  • ঝাড়গ্রাম– বীরবাহ সোরেন
  • মেদিনীপুর– ডা. মানস ভুঁইয়া
  • পুরুলিয়া– ডা. মৃগাঙ্ক মাহাতো
  • বাঁকুড়া- সুব্রত মুখোপাধ্যায়
  • বিষ্ণুপুর-শ্যামল সাঁতরা
  • বর্ধমান পূর্ব-সুনীল কুমার মন্ডল
  • বর্ধমান দুর্গাপুর- মমতাজ সঙ্ঘমিতা
  • আসানসোল– শ্রীমতি দেব বর্মা (মুনমুন সেন)
  • বোলপুর– অসিত কুমার মাল
  • বীরভূম– শতাব্দী রায়

Published on: মার্চ ১২, ২০১৯ @ ২১:৩০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

71 − = 64