কলকাতা মেট্রো রেলে ২৫ নভেম্বর থেকে ফের চালু হচ্ছে টোকেন ব্যবস্থা, ২০ মাস পর সকলেই পারবেন যাত্রা করতে

Main দেশ ভ্রমণ রাজ্য রেল
শেয়ার করুন

Published on: নভে ২২, ২০২১ @ ২৩:৫৮

এসপিটি নিউজ, কলকাতা, ২২ নভেম্বর:    দীর্ঘ ২০ মাসের ব্যবধানে কলকাতা মেট্রোতে আবার চালু হতে চলেছে টোকেন ব্যবস্থা। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৫ নভেম্বর থেকে টিকিট কাউন্টার থেকে টোকেন নিয়ে মানুষ মেট্রো ট্রেনে ভ্রমণ করতে পারবেন। উল্লেখ্য, গত বছরের মার্চ মাসে লকডাউনের সময় মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে, যখন করোনা মহামারী পরিস্থিতির উন্নতি হয়, তখন মেট্রো পরিষেবা পুনরায় চালু করা হয়, যদিও সে সময় শুধুমাত্র স্মার্ট কার্ড চালু করা হয়েছিল অর্থাৎ শুধুমাত্র স্মার্ট কার্ডধারীরাই মেট্রোতে যাতায়াত করতে পারতেন।

হয়েছে বৈঠক

চলতি বছরের শুরুতে আবারও করোনার প্রকোপ বাড়ার পর আবার বন্ধ করে দেওয়া হয় মেট্রো পরিষেবা। পরে, পরিস্থিতির উন্নতি হলে, মেট্রো পরিষেবা পুনরায় চালু করা হয়, যদিও সে সময়ও শুধুমাত্র স্মার্ট কার্ড চালু করা হয়েছিল। টোকেন ব্যবস্থা চালু করতে গত ৯ নভেম্বর মেট্রো রেলওয়ে ব্যবহারকারী পরামর্শক কমিটির বৈঠক হয়। মেট্রো যাত্রীদের সুবিধার্থে টোকেন সিস্টেম পুনরুদ্ধার করার অনুরোধ করা হয়েছিল, যদিও সেই সময়ে এই অনুরোধটি বাতিল করা হয়েছিল।

টোকেন ব্যবস্থা পুনঃস্থাপনের দাবি উঠছিল

সোমবার, মেট্রো ব্যবস্থাপনার দ্বারা একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এবং টোকেন সিস্টেম চালু করার ঘোষণা দেওয়া হয়েছিল। মেট্রো প্রশাসনের এই সিদ্ধান্তে যাত্রীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। উল্লেখ্য, মেট্রোকে কলকাতার লাইফলাইন বলা হয়। মেট্রো পরিষেবা চালু হওয়ার পর থেকে দিন দিন যাত্রীর সংখ্যা বাড়ছে, তাই টোকেন ব্যবস্থা পুনঃস্থাপনের দাবি উঠছিল। বৃহস্পতিবার থেকে হঠাৎ করেই মেট্রো ট্রেনে ভিড় বাড়তে পারে।

Published on: নভে ২২, ২০২১ @ ২৩:৫৮


শেয়ার করুন