দুই বিধায়ক ও সাংসদকে তুলে কংগ্রেস-সিপিএম-তৃণমূলকে জোর ধাক্কা বিজেপির

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: মার্চ ১২, ২০১৯ @ ১৮:৪৮

এসপিটি নিউজ, নিউ দিল্লি, ১২ মার্চঃ একই দিনে এভাবে বিরোধী শিবিরের তিন শীর্ষস্থানীয় জনপ্রতিনিধিকে নিজেদের দিকে অনায়াসেই টেনে নল ভারতীয় জনতা পার্টি। আর এর নেপথ্যে সেই মুকুল রায়। লোকসভা ভোট আসার পরই পশ্চিমবঙ্গ বিজেপিকে শক্তিশালী করতে সক্রিয় হয়ে উঠেছেন দলের নেতারা। আজ মঙ্গলবার দিল্লিতে দলের কার্যালয়ে সেই কাজটাই সম্পন্ন করে ফেলল বিজেপি। যেখানে তারা শুধু শাসক তৃণমূল কংগ্রেসই নয় একই সঙ্গে কংগ্রেস ও সিপিএমেরও ঘর ভাঙল। যা দলবদলের ইতিহাসে একপ্রকার হ্যাটট্রিক।

দিল্লিতে গেরুয়া শিবিরে ওরা তিনজন

১) প্রায় বছর খানেক ধরেই কংগ্রেস বিধায়ক দুলাল চন্দ্র বরের নাম শোনা যাচ্ছিল। কংগ্রেস যে তিনি ছাড়বেনই সেটা কানাঘুসো বেশ শোনা যাচ্ছিল। এক সময় জানা গেছিল যে তিনি নাকি তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন কিন্তু পরক্ষনেই জানা যায় না আর যাই হোক তিনি আর তৃণমূল কংগ্রেসের দিকে পা বাড়াবেন না।কারণ হিসেবে তিনি তাঁর ঘনিষ্ঠ মহলে বলেছিলেন- ওই দলটিতে এখন এমন কিছু নেতার বাড়বাড়ন্ত হয়েছে যাদের কথাতেই অনেক কিছু হয়। তাদের কথাকে নেতৃত্ব বেশি গুরুত্ব দিয়ে থাকে। তাই ওই দলে গেলে সেইসব নেতার অধীনস্থ হয়ে থাকাই নয় ঠিক মতো কাজটাই করা যাবে না।

২) সেটাই কিন্তু পরিষ্কার হয়ে গেল মঙ্গলবার দিল্লিতে বিজেপির কার্যালয়ে যখন কৈলাস বজয়বর্গী, মুকুল রায় সহ বিজেপি নেতারা তাঁকে উত্তরীয় প্রিয়ে নিজেদের ঘরে তুলে নিলেন। কংরেস বিধায়ক দুলাল বরও বিজেপিতে যোগ দিতে পেরে খুব খুশি। তিনি মনে করেন-“কংগ্রেসে থেকে সীমান্ত বর্তী অঞ্চল বাগদার উন্নয়নে এবার অনেক কিছু করা সম্ভব হবে।” একই সঙ্গে তিনি এও জানান যে এখন থেকে তিনি পূর্ণ শক্তি নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতে পারবেন।

৩) তবে সাম্প্রতিক কালে বিজেপি দলে যোগদানের ঘটনার মধ্যে সব চেয়ে উল্লেখযোগ্য দিকটি হয়ে রইল কিন্তু পশ্চিমবঙ্গের সিপিএম বিধায়ক খগেন মুর্মুর বিজেপিতে যোগদান। যে সিপিএম বরাবর বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে তুলোধনা করে থাকে এতদিন সেই দলের একজন বরিষ্ঠ নেতা হিসেবে দায়িত্ব পালন করে এখন বিজেপি-র ঘরে চলে আসা সত্যি এক নজিরবিহীন ঘটনা হয়ে রইল।

৪) এদিনের যোগদান পর্বে সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হল বোলপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ অনুপম হাজরার দলত্যাগ। বেশ কয়েক মাস ধরেই তাঁর সঙ্গে দলের সম্পর্ক ভাল যাচ্ছিল না। বেশ কয়েকটি সভাতেও তাঁকে দেখা যায়নি। বিশেষ করে বীরভূম তৃণমূল কংগ্রেস জেলা সভাপতির সঙ্গে তাঁ মনোমালিন্যের খবর তো ইতিমধ্যেই প্রকাশ্যে চলে এসেছে। সেই তৃণমূল সাংসদ যে দল ছাড়ছেনই সেটা বুঝে গেছিল তৃণমূল কংগ্রেস।আজ মঙ্গলবার সেতাই সত্যি হল যখন দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন অনুপম হাজরা।

Published on: মার্চ ১২, ২০১৯ @ ১৮:৪৮

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

83 − = 81