কোভিড বিধি মেনেই মায়াপুর ইসকনে মহাসমারোহে পালিত হবে জন্মাষ্টমী মহোৎসব ও প্রভুপাদের জন্মজয়ন্তী

Main দেশ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

  • ৩০শে আগস্ট শনিবার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮তম শুভ আবির্ভাব তিথি মহোৎসব (জন্মাষ্টমী)।
  • ৩১শে আগস্ট ইসকন প্রতিষ্ঠাতা আচার্য ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ১২৫তম জন্মজয়ন্তী।

Published on: আগ ২৮, ২০২১ @ ১৭:৩২

এসপিটি নিউজ, মায়াপুর, ২৮ আগস্টঃ মায়াপুর ইসকনে মহাসমারোহে পালিত হবে জন্মাষ্টমী মহোৎসব। ৩০শে আগস্ট শনিবার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮তম শুভ আবির্ভাব তিথি মহোৎসব (জন্মাষ্টমী) এবং ৩১শে আগস্ট ইসকন প্রতিষ্ঠাতা আচার্য ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ১২৫তম জন্মজয়ন্তী।পরপর দু’দিন ধরে চলবে এই মহোৎসব। ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখাকেন্দ্রে এই উৎসব পালিত হবে বলে জানিয়েছেন মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস। কোভিড বিধি-নিয়ম মেনেই এই মহোৎসব পালিত হবে।

কিসের জন্য বিখ্যাত জন্মাষ্টমী

মায়াপুর ইসকনের এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে-“ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এক সংকটময় সময়ে মানব জাতিকে রক্ষা এবং ধর্ম সংস্থাপনের জন্য শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে স্বমহিমায় বরাভয় ভঙ্গিতে অমানিশার দুর্যোগ দুর্বিপাকের মধ্যে মথুরায় কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন। তিনি কঠোর হস্তে অসুর ও দানবীয় শক্তিকে দমন করেছিলেন। প্রেম, সখ্য মৈত্রী ও শান্তি স্থাপন করেছিলেন। তাঁর জীবন বাণী আদর্শ ও শিক্ষা আজও সমানভাবে গ্রহণীয়।”

তাঁর কাছে প্রার্থনা

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্ল্যেখ করা হয়েছে-“আজো বিশ্বব্যাপী দুর্বলের উপর চলছে সবলের অত্যাচার। সংকীর্ণ রাজনীতির স্বার্থে চলছে মনুষ্যত্বের অবমাননা। মানবসমাজ বিভ্রান্ত ও দিশাহারা। গোটা বিশ্বে ত্রাসের জন্য ধাবমান দুষ্টগ্রহ। এই সংকটময় সময় মানবসমাজকে রক্ষাকল্পে তিনি স্বমহিমায় কঠোর হস্তে গ্লানি দূর করে পুনঃপ্রতিষ্ঠা করুন ‘সত্যম শিবম সুন্দরম’-এর।

Published on: আগ ২৮, ২০২১ @ ১৭:৩২


শেয়ার করুন