আল কায়দার চক্রান্তকারীকে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করল এনআইএ

Main দেশ
শেয়ার করুন

Published on: নভে ২, ২০২০ @ ১৮:৫৭

এসপিটি নিউজ:   গতকাল ন্যাশনাল ইনভেস্টিগেশোন এজেন্সি বা এনআইএ আল কায়দার চক্রান্তকারীকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ থেকে। মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার নজরানা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে এনআইএ। পশ্চিমবঙ্গ ও কেরালায় আল কায়দার সংযোগ মামলায় তার যুক্ত থাকার অভিযোগ আছে। ৩২ বছর বয়সী গ্রেফতার হওয়া এই যুবকের নাম আব্দুল মোমিন মন্ডল।

এনআইএ সূত্র জানিন্যেছে, গত ১১ সেপ্টেম্বর ২০২০ তে এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছিল। দেশ বিরোধী কার্যকলাপ ও সন্ত্রাসমূলক কার্যকলাপের অপরাধে।১০ জনেরও বেশি সদস্য যারা বিশ্বব্যাপী জঙ্গি সংগঠন আল কায়দার হয়ে ভারতের নানা জায়গায় সন্ত্রাসমূলক কার্যকলাপ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল। শুধু পশ্চিমবঙ্গ, কেরালা, দিল্লির মধ্যেই সীমাবদ্ধ রাখেনি।

এনআইএ-এর তদন্তে গ্রেফতার হওয়া আল কায়দার চক্রান্তকারী আব্দুল মোমিন মন্ডলের সম্পর্কে চাঞল্যকর তথ্য উঠে এসেছে। এনআইএ-র সূত্র বলছে- আব্দুল মুর্শিদাবাদ জেলার রাইপুর দারুর হুড়া ইসলামিয়া মাদ্রসার শিক্ষিক হিসেবে কাজ করতেন এবং একাধিক দেশ বিরোধী চক্রান্তমূলক কার্যকলাপের বৈঠকে আল কায়দার মডিউলের সদস্যদের ইন্ধন জোগাতেন। তিনি গ্রুপে নতুন সদস্য আনার চেষ্টা করতেন এবং সন্ত্রাসমূলক কার্যকলাপের জন্য অর্থ জোগাড় করতেন। যেখানে তিনি থাকতেন এনআইএ-র প্রতিনিধিরা সেখানে তল্লাশি চালিয়ে ডিজিটাল ডিভাইস উদ্ধার করেছেন।

এখন পর্যন্ত ১১জন অভিযুক্ত গ্রেফতার হয়েছে।আজ অভিযুক্ত আব্দুল মোমিন মন্ডলকে মুর্শিদাবাদ জেলা আদালতে তোলা হয়। সেখানে তাকে নয়া দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য ট্রানজিট রিমান্ডের আবেদন মঞ্জুর করা হয়।

Published on: নভে ২, ২০২০ @ ১৮:৫৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

56 − = 51