ভারত-বাংলাদেশ বিমান পুনরায় চালু ৩ সেপ্টেম্বর থেকে

Main কোভিড-১৯ দেশ বাংলাদেশ বিদেশ বিমান ভ্রমণ
শেয়ার করুন

Published on: আগ ২৮, ২০২১ @ ২৩:৩২
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২৮ আগস্ট:   ভারত-বাংলাদেশের মধ্যে পুনরায় বিমান পরিষেবা চালু হচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর থেকে।গতকাল ভারত এক চিঠি দিয়ে বাংলাদেশকে তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে।এটি ভারত-বাংলাদেশ এয়ার বাবল ব্যবস্থার অধীন। তবে এই ব্যবস্থায় ভ্রমণ ভিসায় কেউ যাতায়াত করতে পারবেন না।

গত ৪ আগস্ট দুই দেশের মধ্যে বিমান চলাচল চালুর জন্য বাংলাদেশ একটি চিঠি লিখেছিল ভারতকে। সেই চিঠির জবাবে গতকাল ভারত সরকারের বেসামরিক বিমান চলাচল মন্ত্রনালয়, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) এর কাছে জবাবি চিঠি দিয়ে বিমান চলাচলের তারিখের কথা জানিয়েছে।

মন্ত্রণালয় ভারতের স্বাস্থ্য কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে প্রস্তাবটি পরীক্ষা করেছে এবং প্রতি সপ্তাহে সাতটি বিমান পরিচালনার অনুমতি দিয়েছে। সেই অনুযায়ী এয়ার বাবল ফ্লাইট স্পাইস জেটের তিনটি, ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার দু’টি করে মোট সাতটি বিমান চলবে। তবে বাংলাদেশ কতগুলি উড়ান চালাবে সেব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

এ ব্যাপারে সিএএবি কর্তৃক জারি করা এয়ার ট্রান্সপোর্টেশন সার্কুলার এফএসআর -এ উল্লিখিত বিজ্ঞপ্তিতে ভারতকে গ্রুপ সি -এর অধীনে রাখা হয়েছে এবং ভারত থেকে যেকোনও যাত্রী কোভিড -১৯ সম্পূর্ণ ভ্যাকসিন প্রাপ্ত হয়ে বাংলাদেশে ভ্রমণ করতে পারেন। সেখানে আরও উল্লেখ করা হয়েছে যে ভারত থেকে বাংলাদেশে ভ্রমণে অনুমতি প্রাপ্তদেরই প্রবেশ করতে দেওয়া হবে। পাশাপাশি, বাংলাদেশ থেকে ভারতে যাতায়াতকারী যাত্রীদের ভারতীয় বিমানবন্দরে নামার পর তাদের নিজের খরচায় কোভিড টেস্ট করাতে হবে।

ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (টাফি)র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি এ ব্যাপারে শনিবার রাতে সংবাদ প্রভাকর টাইমসকে জানিয়েছেন যে এটা খুবই ভাল খবর। আশা করব, এর ফলে দুই দেশের মধ্যে বিমান চলাচল পুনরায় আগের মতো অবস্থায় ফিরে আসবে। এই এয়ার বাবল ফ্লাইট চালুর ফলে দু’দেশের মধ্যে যাতায়াতকারী বহু মানুষ তাদের গুরুত্বপূর্ণ কাজ সারতে পারবেন।যদিও এখনভরমণ ভিসার যাতায়াতকারীদের অনুমতি দেওয়া হচ্ছে না। তবে পরিস্থিতি আর একটু উন্নতি হলে সেটাও চালু হয়ে যাবে বলে আশা করি।

Published on: আগ ২৮, ২০২১ @ ২৩:৩২


শেয়ার করুন