মালয়েশিয়া ভ্রমণে ক্রমেই বাড়ছে ভারতীয় ভ্রমনার্থীদের সংখ্যা, সেপ্টেম্বরে কলকাতায় রোডশো-ড. অনিল জিৎ সিং সান্ধু

অর্থ ও বাণিজ্য এসপিটি এক্সক্লুসিভ দেশ বিদেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা ও নয়াদিল্লি, ১৭ মে: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে পর্যটনে এগিয়ে আছে মালয়েশিয়া। কোভিড মহামারীর পর জীবনযাত্রা স্বাভাবিক হতেই ফের স্বমহিমায় জেগে উঠেছে দেশটি। ভ্রমণপিপাসু কিংবা পর্যটনপ্রিয় মানুষগুলির নজরে ফের স্থান করে নিয়েছে অতীব সুন্দর দেশ মালয়েশিয়া।  সাউথ এশিয়াজ ট্রাভেল এন্ড ট্যুরিজম এক্সচেঞ্জ বা সাট্টে-তে যোগ দিতে আসা মালয়েশিয়া ট্যুরিজম প্রমোশান বোর্ডের ডেপুটি চেয়ারম্যান ড্যাটো শ্রী ডঃ অনিল জিৎ সিং সাধু’র মুখোমুখি হয়েছিল সংবাদ প্রভাকর টাইমস। একমাত্র বাংলা নিউজ পোর্টাল যারা আন্তর্জাতিক পর্যটনের নানা সংবাদ ভ্রমণপ্রিয় বাঙালির কাছে পৌঁছে দিচ্ছে প্রতিনিয়ত। তাই যারা পুজোর ছুটিতে বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন তারা নিঃসন্দেহে মালয়েশিয়াকে তালিকার একেবারে প্রথমে রাখতেই পারেন। কেন, নিজের মুখেই শুনে নিন ডেপুটি চেয়ারম্যানের মুখ থেকেই।

জানুন মালয়েশিয়া ট্যুরিজম প্রমোশান বোর্ড সম্পর্কে

মালয়েশিয়া ট্যুরিজম প্রমোশন বোর্ড, যা পর্যটন মালয়েশিয়া নামেও পরিচিত, এটি পর্যটন, শিল্প ও মন্ত্রকের অধীনে একটি সংস্থা। সংস্কৃতি মালয়েশিয়া। এটি মালয়েশিয়াকে একটি পছন্দের পর্যটন গন্তব্য হিসেবে উন্নীত করার সুনির্দিষ্ট কাজকে কেন্দ্র করে। প্রতিষ্ঠার পর থেকে, এটি আন্তর্জাতিক পর্যটন দৃশ্যে একটি প্রধান খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছে। মহামারীর আগে, মালয়েশিয়া ২৬.১ মিলিয়ন পর্যটক আগমন এবং আরএম৮৬.১৪ বিলিয়ন পর্যটক প্রাপ্তি নিবন্ধিত করেছিল, যা এটিকে বিশ্বের প্রধান পর্যটন গন্তব্যগুলির মধ্যে রেখেছিল।

কোভিড মহামারীর পর মালয়েশিয়ার পরিস্থিতি এখন কেমন?

মালয়েশিয়া ট্যুরিজম প্রমোশান বোর্ডের ডেপুটি চেয়ারম্যান ড্যাটো শ্রী ডঃ অনিল জিৎ সিং সাধু বলেন-“এই মুহূর্তে মালয়েশিয়ার পরিস্থিতি খুবই ভাল। কোথাও কোনও সমস্যা নেই। পর্যটকরা সাবলীলভাবেই সেখানে ঘুরতে পারবেন। যাতায়াতে কোনও অসুবিধা হবে না। মাওলয়েশিয়া ভ্রমনেও নেই আর কোনও বাধা।”

ভারতীয় ভ্রমনার্থীদের জন্য মালয়েশিয়া কি কি সুবিধা রেখেছে?

মালয়েশিয়ায় যারা ভ্রমণ করবেন, তারা ঘোরার জন্য যা যা দরকার সেই সমস্ত সুবিধা পাবেন। বিশেষ করে ভারতীয় আর মালয়েশিয়ার কৃষ্টি-সংস্কৃতি-খাবার-পোশাক-জীবনযাত্রা সবেতেই মিল আছে। তাই সেখানে গিয়ে ভারতীয় পর্যটকদের কোনও অসুবিধা হবে না। তাদের জন্য থাকছে সব ব্যবস্থা। শুধু ভ্রমণ করুন। আর ভ্রমণের আনন্দ উপভোগ করুন।জানালেন মালয়েশিয়া পর্যটনের ডেপুটি চেয়ারম্যান।

এখনও মালয়েশিয়ায় বিদেশি বিশেষ করে ভারতীয়দের জন্য কোভিড বিধিনিষেধ বলবত আছে?

দেখুন, মালয়েশিয়া ভ্রমণ করতে হলে তাকে অবশ্যই সম্পূর্ণ ভ্যাকসিন প্রাপ্ত হতে হবে। অর্থাৎ সেই ব্যক্তিকে দুটো ভ্যাকসিন নিতেই হবে। আর তার বয়স যদি ৬০ বছরের ঊর্ধে হয়, তাহলে তাকে বুস্টার ডোজ নিতেই হবে। ভ্রমণের সময় অবশ্যই সঙ্গে সম্পূর্ণ ভ্যাকসিনের সার্টিফিকেট রাখতে হবে। তবে ভ্যাকসিন না নিলে তাকে মালয়েশিয়া প্রবেশ করতে দেওয়া হবে না। এক্ষেত্রে তাদের জন্য ভ্রমণের অন্য কোনও উপায় রাখা হয়নি। একই সঙ্গে শ্রী সান্ধু জানিয়ে দেন- মালয়েশিয়া ভ্রমণে এখন আর কোনও কোয়ারেন্টাইনের বিধিনিষেধ নেই।

ভারত থেকে আন্তর্জাতিক উড়ান চালু হওয়ার পর থেকে ভারতীয় ভ্রমনার্থী এবং পর্যটকদের ভ্রমণের হার কতটা?

“কোভিড পরিস্থিতির উন্নতি হওয়ার পর থেকে ভারতীয় ভ্রমনার্থী কিংবা পর্যটকদের মালয়েশিয়ায় আগমনের আধিক্য ক্রমে বাড়ছে। যদিও ২০২০ সালের তুলনায় খুবই কম। তবে পরিস্থিতি যদি স্বাভাবিক হতে থাকে বর্তমান পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে মালয়েশিয়ায় ভারতীয়দের আগমনের হার আরও বাড়বে।সারা বিশ্বের নিরীখে ভারতীয়দের মাওলয়েশিয়ায় আগমনের হার এই মুহূর্তে ২২ শতাংশ।”

এই হিসাব দেওয়ার পাশাপাশি মালয়েশিয়া ট্যুরিজম প্রমোশান বোর্ডের দেপুটি চেয়ারম্যান ড. অনিল জিত সিং সান্ধু তুলে ধরেন অত্যন্ত মূল্যবান এক পরিসংখ্যান। যেখানে ২০২০ সাল থেকে শুরু করে বর্তমান সময় কাল পর্যন্ত মালয়েশিয়ায় ভারতীয়দের ভ্রমণের একটা ট্রেন্ড পরিষ্কার হচ্ছে।

  • মালয়েশিয়া ভ্রমণে ২০২০ সালে ভারত থেকে ৪ মিলয়ন ২,২৯০জন ভ্রমণ করেছিলেন।
  • ২০২১ সালে কোভিড মহামারীর জন্য সংখ্যা এক ধাক্কায় অনেকটাই পড়ে গিয়েছিল। সেবছর মাত্র ৭৩,৩০৯জন ভারতীয় ভ্রমণ করেছিলেন।
  • এবছর জানুয়ারি-মার্চ,২০২২ থেকে ভারতীয়দের আগমনের সংখ্যাটা ছিল ৩,৬৯২জন।
  • ১ এপ্রিল, ২০২২ থেকে সংখ্যাটা দাঁড়ায় ২,৪৭৭জন। তবে এখন সংখ্যাটা ক্রমেই বাড়ছে।

কলকাতা থেকে কুয়ালালামপুর সরাসরি নতুন কোনও এয়ারলাইন কি আছে?

ডেপুটি চেয়ারম্যান ড. অনিল জিত সিং সান্ধু বলেন- কলকাতা থেকে এখন এয়ার এশিয়া সরাসরি উড়ান পরিষেবা চালাচ্ছে। তবে সেপ্টেম্বর থেকে সপ্তাহে চারদিন সরাসরি উড়ান পরিশেবা চালু করতে চলেছে এয়ার এশিয়া। ওই মাসেই মালয়েশিয়া পর্যটন কলকাতায় একটি রোড-শো-এর আয়োজন করবে।

মালয়েশিয়ার পর্যটনের প্রসারে ট্রাভেল এজেন্ট এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের নিয়ে ভ্রমণের পরিকল্পনা?

“মালয়েশিয়া সব সময় তার পর্যটনের প্রসারে কজ করছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে পর্যটনের ক্ষেত্রে মালয়েশিয়ার স্থান শীর্ষে। সেই ধারাকে বজায় রাখতে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে আগামিদিনে ট্রাভেল এজেন্ট এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের নিয়ে যাতে একটি ভ্রমণের পরিকল্পনা করা যা্য তা নিয়ে ভাবনা-চিন্তা করা হচ্ছে।” জানালেন মালয়েশিয়া পর্যটন বোর্ডের ডেপুটি চেয়ারম্যান শ্রী সান্ধু।

টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি মালয়েশিয়া পর্যটন নিয়ে যা বললেন

ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়ার (পূর্বাঞ্চল) বা টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি মালয়েশিয়া পর্যটনের বিষয়ে অত্যন্ত আশার কথা শোনালেন। তিনি এসপিটিকে জানান- দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুকির মধ্যে এই মুহূর্তে মালয়েশিয়া বেশ ভাল জায়গায় আছে। তারা ভ্রমনার্থীদের ক্ষেত্রে অনেকটা কোভিড বিধি শিথিল করেছে।আশা করা যায়, আগামী কয়েক মাসে ভারত থেকে বিশেষ করে কলকাতা থেকে বহু ভ্রমনার্থী কুয়ালালামপুরের উড়ান ধরার জন্য ছোটাছুটি শুরু করবে।


শেয়ার করুন