কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে বাংলা নববর্ষ উদযাপন

Main দেশ বাংলাদেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: মে ১৭, ২০২২ @ ১১:৫৩

এসপিটি নিউজ, কলকাতা, ১৭ মে: এক অনবদ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে উদযাপিত হল বাংলা নববর্ষ-১৪২৯। এই অনুষ্ঠানে বাংলার চিরায়ত ঐতিহ্য আর সংস্কৃতিকে তুলে ধরা হয়। আয়োজিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও।

বাংলাদেশ উপ-হাই-কমিশনের প্রথম সচিব(প্রেস) রঞ্জন সেন জানান- নাচে-গানে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপন করেছে। উপ-হাইকমিশনের ঐতিহ্যমন্ডিত সুসজ্জিত প্রাঙ্গণে বাঙালির চিরায়ত ঐতিহ্য ও আবহ রক্ষা করে বাতাসা, নাড়ু, মোয়া, মুরকীসহ বিভিন্ন গ্রামীন মিষ্টি, পান্তাভাত ও বিভিন্ন প্রকার ভর্তা, খিচুড়ী ইত্যাদির ব্যবস্থা করা হয়। সেই সাথে চলতে থাকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের প্রখ্যাত শিল্পী সুরজিৎ চ্যাটার্জী অংশগ্রহণ করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জন্ম জয়ন্তী উপলক্ষ্যে বিশেষ পরিবেশনা উপস্থাপন করে সাংস্কৃতিক সংগঠন “অগ্নিবীণা”। অনুষ্ঠানে কলকাতার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস বাংলা নববর্ষ উদযাপনের বর্ণাঢ্য ঐতিহ্য বর্ণনা করে বলেন, পয়লা বৈশাখ আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এবং সবচেয়ে সার্বজনীন উৎসব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সমাজের অসাম্প্রদায়িক ও প্রগতিশীল নীতিকে সমুন্নত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এটাই ছিল বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন।

Published on: মে ১৭, ২০২২ @ ১১:৫৩


শেয়ার করুন