‘বম বম বোল রহ্যা হায় কাশী’ -কৈলাসের গানে মুগ্ধ প্রধানমন্ত্রী মোদি

Main দেশ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

 Published on: ডিসে ১০, ২০২৩ at ১২:২২
Reporter : Aniruddha Pal

এসপিটি মিউজ: সম্প্রতি গায়ক কৈলাস খের কাশী নিয়ে একটি গান গেয়েছেন। ‘বম বম বোল রহ্যা হ্যায় কাশী’ এই গানটি গেয়ে তিনি তাঁর ‘এক্স’ হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির অদ্বিতীয় সংসদীয় এলাকা ভগবান বিশ্বনাথ মহাদেবের মাহাত্ম্য শুনুন। সঙ্গে গানের কিছু অংশও পোস্ট করেছেন। আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গায়কের ট্যুইট-এর প্রতিক্রিয়ায় মুগ্ধতা প্রকাশ করে তার প্রশংসাও করেছেন। লিখেছেন- আপনার ভক্তিপূর্ণ উপস্থাপনা মনোমুগ্ধকর।

প্রধানমন্ত্রী মোদি গায়ক কৈলাশ খ্বেরের পোস্টটি নিয়ে রি-ট্যুইট করে লেখেন- অমর ও অবিনশ্বর কাশীর মহিমায় বার বার নমস্কার! আপনার ভক্তিপূর্ণ উপস্থাপনা মনোমুগ্ধকর। জয় বাবা বিশ্বনাথ!

https://twitter.com/narendramodi/status/1733677443339481289

গায়ক কৈলাশ খেরকে একাধিকভবার দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে। প্রতিবারই তিনি প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন।তাঁর সংসদীয় এলাকা কাশী নিয়েও কৈলাশকে ইতিবাচক পোস্ট করতে দেখা গিয়েছে। গতকালও তিনি নিজের গাওয়া ‘বোম বোম বোল রহা হ্যায় কাশী’ গানটি ক্লিপিংস দিয়ে ‘এক্স’ হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন।

সেই পোস্ট-এ কৈলাশ খের লিখেছেন- “সমগ্র ভারতবর্ষ পবিত্র, প্রদেশগুলি অতিপ্রাকৃত, কিন্তু কাশী নগরী পৃথিবীর একটি ঐশ্বরিক নগরী। মহাদেব সাত ঋষির অনুরোধে মীমাংসা করে, মহাদেবকে উৎসর্গ করা “কাশী স্তূতি” প্রকাশিত হয়েছে। শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির অদ্বিতীয় সংসদীয় এলাকা ভগবান বিশ্বনাথ মহাদেবের অনন্য প্রশংসা শুনুন, এর গভীরে গিয়ে আধ্যাত্মিক রহস্য জানুন, উপভোগ করুন। হর হর মহাদেব।”

https://www.youtube.com/watch?v=QZTOs-fEopM

Published on: ডিসে ১০, ২০২৩ at ১২:২২


শেয়ার করুন