স্বদেশ দর্শনে আরও আকর্ষণীয় দীঘা, বকখালি সহ রাজ্যের সাত উপকূলীয় এলাকা, পর্যটন মন্ত্রক করেছে ভিডিও

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুলা ৩১, ২০২৩ @ ১৮:৪৩
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ৩১ জুলাই: পর্যটনে আরও অনেক বেশি বৈচিত্র্য এসেছে। পর্যটন মন্ত্রক স্বদেশ দর্শন প্রকল্পের মাধ্যমে পর্যটনকে ১৫টি সার্কিটে ভাগ করে নতুনভাবে সাজিয়ে তোলার কাজে হাত দিয়েছে। তারই একটি হল কোস্টাল সার্কিট। এই সার্কিটে আমাদের পশ্চিমবঙ্গের সাতটি উপকূলীয় এলাকাকে বেছে নেওয়া হয়েছে, যা ভ্রমণপ্রিয় বাঙালিদের কাছে অতি সুপরিচিত। পর্যটন মন্ত্রকের অধীন ইণ্ডিয়া ট্যুরিজম, কলকাতার রিজিওনাল ডিরেক্টর(পূর্ব) ড. সাগ্নিক চৌধুরী জানান , স্বদেশ দর্শন প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের মোট সাতটি উপকূলীয় এলাকাকে বেছে নেওয়া হয়েছে। এই জায়গাগুলিকে পর্যটনের উপযোগী করে সাজিয়ে তোলা হচ্ছে। এজন্য কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক ৬৭.৯ কোটি রুপি বরাদ্দ করেছে।

স্বদেশ দর্শন দেশে থিম-ভিত্তিক ট্যুরিস্ট সার্কিটের পরিকল্পনা করে-ড. সাগ্নিক চৌধুরী

সংবাদ প্রভাকর টাইমসকে এক বিশেষ সাক্ষাৎকারে ইণ্ডিয়া ট্যুরিজম, কলকাতার রিজিওনাল ডিরেক্টর(পূর্ব) ড. সাগ্নিক চৌধুরী জানান, স্বদেশ দর্শন দেশে থিম-ভিত্তিক ট্যুরিস্ট সার্কিটের পরিকল্পনা করে। এই ট্যুরিস্ট সার্কিটগুলি একটি সমন্বিত পদ্ধতিতে উচ্চ পর্যটন মূল্য, প্রতিযোগিতা এবং স্থায়িত্বের নীতির ভিত্তিতে তৈরি করা হবে। উন্নয়নের জন্য স্বদেশ দর্শনের অধীনে ১৫টি বিষয়ভিত্তিক সার্কিট চিহ্নিত করা হয়েছে। এই থিমগুলির মধ্যে রয়েছে বৌদ্ধ সার্কিট, কোস্টাল সার্কিট, ডেজার্ট সার্কিট, ইকো সার্কিট, হেরিটেজ সার্কিট, হিমালয়ান সার্কিট, কৃষ্ণ সার্কিট, উত্তর-পূর্ব সার্কিট, রামায়ণ সার্কিট, গ্রামীণ সার্কিট, আধ্যাত্মিক সার্কিট, সুফি সার্কিট, তীর্থঙ্কর সার্কিট, উপজাতীয় সার্কিট এবং বন্যপ্রাণী সার্কিট।

কোস্টাল সার্কিটে পশ্চিমবঙ্গের সাতটি উপকূলীয় এলাকা

“পশ্চিমবঙ্গে কোস্টাল সার্কিটের অধীনে মোট সাতটি উপকূলীয় এলাকাকে চিহ্নিত করে সেখানে উন্নয়নের কাজ করা হয়েছে। এই জায়গাগুলি হল- দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, বকখালি, ফ্রেজারগঞ্জ, হেনরি আইল্যান্ড। এখানকার রাস্তাঘাট, পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, পরিষেবার উপর জোর দেওয়া হয়েছে। এই কাজে মোট ৬৭.৯ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে।“ জানান ড. চৌধুরী।

চার মিনিটের একটি শর্ট ভিডিও

কেমন হয়েছে এইসব এলাকায় কাজ, তা নিয়ে ভারতের পর্যটন মন্ত্রক চার মিনিটের একটি শর্ট ভিডিও প্রকাশ করেছে। সেখানে তুলে ধরা হয়েছে রাজ্যের উপকূলীয় এলাকার বর্তমান চিত্র। একই সঙ্গে সেখানে ঘুরতে যাওয়া কয়েকজন পর্যটকের মতামতও দেওয়া হয়েছে। স্বদেশ দর্শনে সত্যিই কতখানি উপকৃত হয়েছে স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে পর্যটনের সঙ্গে যুক্ত মানুষ তাও তুলে ধরা হয়েছে ভিডিওটিতে।ড. সাগ্নিক চৌধুরী বলেছেন- স্বদেশ দর্শন প্রকল্পে কোস্টাল সার্কিটের সুফল পেতে চলেছে পশ্চিমবঙ্গের এই সাতটি এলাকা। ২০-২৫ বছর আগে সেখানে কি ছিল আর আজ সেখানে কি হয়েছে- সেটা পর্যটকরাই উপলব্ধি করছে। কর্সংস্থানেরও সুযোগ বেড়েছে।

ছবিগুলি ভারতীয় পর্যটন মন্ত্রণালয়ের সৌজন্যে প্রাপ্ত 

Published on: জুলা ৩১, ২০২৩ @ ১৮:৪৩

 


শেয়ার করুন