মাঝ রাতে মোটরবাইক দুর্ঘটনায় প্রাণ গেল দুই আইআইটি পড়ুয়ার

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মন্ডল

Published on: মার্চ ২, ২০১৯ @ ১৬:৫৮

এসপিটি নিউজ, খড়্গপুর, ২ মার্চঃ সা্মনেই ছিল পরীক্ষা। কিন্তু তার আগেই সব শেষ। মাঝ রাতে মোটরবাইকে চেপে খড়্গপুর আসার পথেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন আইআইটি-র তিন ছাত্র। সকলেই তারা ফাইনাল ইয়ারের ছাত্র। উড়িষ্যা থেকে তারা আসছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ছাত্রের। বাকি একজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, মৃত দুই পড়ুয়ার নাম অভিনব অত্রি ও হরসিৎ চৌল। তারা উড়িষ্যা থেকে মোটরবাইকে চেপে খড়গপুরে আসছিলেন আইআইটি কলেজে। শুক্রবার রাত তখন আড়াইটে হবে। আচমকা দুর্ঘটনার কবলে পড়েন তারা। দুর্ঘটনাটি ঘটে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর খড়গপুর লোকাল থানার মোহনপুর এর কাছে।

এই দুর্ঘটনায় আরও এক ছাত্র গুরুতর আহত হয়েছেন। তার নাম ভবানী সিং চৌল। তাকে প্রথমে মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হতেই তাকে কলকাতায় স্থানান্তর করা হয়।

জানা গেছে, মোটরবাইকটিতে চেপে এই তিন ছাত্র উড়িষ্যা থেকে খড়্গপুর আইআইটি আসছিলেন।তা্রা তিনজনেই আইআইটি ফাইনাল ইয়ারের পঞ্চম সেমিস্টারের ছাত্র। এখন প্রশ্ন উঠছে

  • উড়িষ্যা থেকে এত রাতে মোটরবাইকে চেপে আসার কী খুব প্রয়োজন ছিল তাদের?
  • এছাড়া কি আসার আর কোনও উপায় ছিল না?
  • বিশেষ করে তাও আবার এত রাতে- রাত আড়াইটের সময়?
  • দুর্ঘটনাটি ঘটলই বা কিভাবে?   

এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ। তবে সবচেয়ে আগে জরুরী বাকি এক ছাত্রকে সুস্থ করে তোলা। তাহলেই এই সব প্রশ্নের উত্তর মেলা সহজ হয়ে যাবে। মনে করছে খড়্গপুর থানার পুলিশ।

Published on: মার্চ ২, ২০১৯ @ ১৬:৫৮

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − = 11