প্রধানমন্ত্রী মোদির ভরসাতেই ঝাড়গ্রামবাসীর আশা পূরণ করতে পারবেন- বিশ্বাস কুণার হেমব্রমের

Main দেশ রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মন্ডল

ছবি-বাপন ঘোষ

Published on: জুন ১০, ২০১৯ @ ১৫:২৭ 

এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ১০জুন: ভোটে জিতেই সমস্যা জর্জরিত জঙ্গলমহলবাসীর সমস্যার সমাধান করার উদ্যোগী হলেন ঝাড়গ্রামের নবনির্বাচিত সাংসদ কুণার হেমব্রম।তাঁর ভরসা প্রধানমন্ত্রী মোদি। আর তাই তিনি বিশ্বাস করেন যাদের ভোটে জিতে তিনি সংসদে পা রেখেছেন সেই জঙ্গলমহলবাসীর আশা পূরণ তিনি করতে পারবেন।

বিজেপি সাংসদ কুনার হেমব্রম বলেন-“ভারতীয় জনতা পার্টির লক্ষ্য ‘সবকা সাথ সবকা বিকাশ’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য দেশে উন্নয়ন করা। তাই যেসকল মানুষ আমাকে দু’হাত ভরে ভোট দিয়ে আশীর্বাদ করেছেন, আমি চেষ্টা করবো তাদের সেই আশা পূরণ করতে।”

নবনির্বাচিত সাংসদ আরও বলেন- গড়বেতার মানুষকে সঙ্গে নিয়ে সেখানে উন্নয়ন করব। কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলিকে বাস্তবে রূপায়ন করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানা তিনি। গড়বেতার যে সমস্ত এলাকায় পানীয় জলের সংকট আছে সেখানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার কথাও জানান সাংসদ।

গত সোমবার নব নির্বাচিত বিজেপি সাংসদ কুণার হেমব্রম নিজের এলাকায় এক বিজয় মিছিল বের করেন। যেখানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি শমিত কুমার দাস সহ অন্যান্য নেতৃত্ব। বিজয় মিছিল গড়বেতা বাজার পরিক্রমা করে।

পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভা কেন্দ্রটি কিন্তু ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। ২০১১ সালে রাজ্যে পরিবর্তন হলেও সেবার এই গড়বেতা বামেদের দখলে থেকে যায়। কিন্তু ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে গড়বেতার লাল দূর্গ ভেঙে যায়।সেবার এই কেন্দ্র থেকে জিতে যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী। এবার সেই গড়বেতা বিধানসভা কেন্দ্রে থেকেই লিড পেয়ে সাংসদ নির্বাচিত হন বিজেপি প্রার্থী কুণার হেমব্রম।

Published on: জুন ১০, ২০১৯ @ ১৫:২৭

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

82 − = 81