মহারাষ্ট্র সরকার আরোপ লাগাতেই কঙ্গনা বললেন- তদন্ত করুন, কোনও যোগ খুঁজে পেলে আমি চিরতরে মুম্বই ছেড়ে যাব

Main দেশ
শেয়ার করুন

Published on: সেপ্টে ৮, ২০২০ @ ১৭:৪৫

এসপিটি নিউজ ডেস্ক:  কিছুতেই দমছে না মহারাষ্ট্র সরকার। সুশান্ত সিং রাজপুত কেস নিয়ে মুম্বই পুলিশ যেভাবে আদালতের নির্দেশে সরে গিয়েছে আর সেই মামলার তদন্তের ভার সিবিআই-এর উপর ন্যস্ত হয়েছে তারপর থেকে কঙ্গনা রানাউতের উপর গিয়ে পড়েছে রাগ। কারণ, কঙ্গনা প্রথম থেকে এই মামলা সিবিআই-এর হাতে দেওয়ার জন্য দাবি করে আসছিলেন। সেটা হতেই এরপর রাগ গিয়ে পড়ে কঙ্গনার উপর। এরই মধ্যে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের সঙ্গে কঙ্গনার বাকযুদ্ধ শুরু হয়। শিবসেনা নেতা কঙ্গনাকে উদ্দেশ্য করে তীর্যক মন্তব্য করেন। মুম্বই না আসার হুমকি দেন। কঙ্গনা তখন মুম্বই-এর সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের তুলনা টানেন। যা নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধে। এরই মধ্যে কঙ্গনা ট্যুইট করে জানিয়ে দেন তিনি ৯ সেপ্টেম্বর মুম্বই আসছেন।কেন্দ্রে আবার এই বিষয়ে কঙ্গনার পাশে দাঁড়িয়েছে। তাঁকে ওয়াই কয়াটাগরির নিরাপত্তা দিয়েছে।

ইতিমধ্যে গতকাল বিএমসি মুম্বই-এ কঙ্গনার মণিকর্ণিকা অফিসে অভিযান চালায়। সেখানে গিয়ে নোটিশ ঝুলিয়ে দিয়ে আসে।শিবসেনা নেতা সুনীল প্রভু কঙ্গনার পুরনো বন্ধু অধ্যয়ন সুমনের পুরনো সাক্ষাত্কারের একটি অনুলিপি মহারাষ্ট্র সরকারকে জমা দিয়েছেন।এখন মহারাষ্ট্র সরকার কঙ্গনার ড্রাগ সংযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে।এই সাক্ষাত্কারে অধ্যয়ন সুমন অভিযোগ করেছিলেন যে কঙ্গনা মাদক সেবন করে এবং তাকে মাদক সেবন করতেও বাধ্য করা হয়েছিল। এর পরে সরকার পুরো বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে। এই মামলাটি তদন্ত করবে মহারাষ্ট্র পুলিশ। এখন কঙ্গনাও এ নিয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছেন।

কঙ্গনা তার টুইটে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে উদ্দেশ্য করে লিখেছেন – “দয়া করে আমার ড্রাগ পরীক্ষা করুন, আমার কল রেকর্ড চেক করুন, যদি আপনি ড্রাগের চালকদের সম্পর্কে আমার কাছ থেকে কোনও লিঙ্ক পান তবে আমি আমার ভুলটি মেনে নিয়ে মুম্বাইকে চিরতরে ছেড়ে চলে যাব। আপনার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছি।”

Published on: সেপ্টে ৮, ২০২০ @ ১৭:৪৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 6 =