ঈশ্বরকে প্রণাম করে আজ সকালে মান্ডি থেকে মুম্বই রওনা হলেন কঙ্গনা

Main দেশ
শেয়ার করুন

Published on: সেপ্টে ৯, ২০২০ @ ০৯:৫৪

এসপিটি নিউজ:  কাল সারাদিন গিয়েছে রিয়া চক্রবর্তীকে নিয়ে। সংবাদ মাধ্যমের সব নজর ছিল রিয়া চক্রবর্তীর উপর। এনসিবি রিয়াকে গ্রেফতার করে কিনা তা জানার জন্য অপেক্ষায় ছিল সংবাদ মাধ্যম। অবশেষে রাতে গ্রেফতার হয় রিয়া। আজ সকাল থেকে অভিনেত্রী কঙ্গনা রানাউতের উপর নজর পড়েছে সংবাদ মাধ্যমের। শিবসেনা নেতা সঞ্জয় রাউতের হুমকির পর এই প্রথম মুম্বই পা রাখছেন কঙ্গনা। ইতিমধ্যেই মহারাষ্ট্র সরকার কঙ্গনার অফিসে নোটিশ সাঁটিয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক মামলার তদন্ত শুরু করতে চলেছে। তার মধ্যে কেন্দ্রের দেওয়া ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা নিয়েই মুম্বই পা রাখছেন কঙ্গনা।

আজ বুধবার সকালে হিমাচল প্রদেশের মান্ডি জেলার ভানওয়ালা গ্রাম থেকে রওনা হয়ে যান কঙ্গনা।রওনা হওয়ার সময় তাঁর সঙ্গে কেন্দ্রের দেওয়া ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেখা গিয়েছে। সেই নিরাপত্তা নিয়েই তিনি রওনা হয়েছেন।

পথে কঙ্গনা রানাউত কিছু সময়ের জন্য হামিরপুর জেলার কোঠি এলাকার একটি মন্দিরে যান। সেখানে গিয়ে ঈশ্বরকে প্রণাম করেন। তারপর সেখান থেকে গাড়িতে তাঁর গন্তব্য মুম্বই-এর উদ্দেশ্যে রওনা হয়ে যান।

এরই মধ্যে কঙ্গনা আজ ফের দুটি ট্যুইট করেন। সেখানে দু’টি ছবি দিয়ে তিনি লিখেছেন-“এটিই মুম্বাইয়ের আমার বাড়ি, আমি বিশ্বাস করি যে মহারাষ্ট্র আমাকে সমস্ত কিছু দিয়েছে, তবে আমি তাঁর কন্যার সাথে মহারাষ্ট্রের শিবাজি মহারাজের জন্মস্থানে থাকা এক কন্যার সাথে আমার ভক্তি ও ভালবাসাও দিয়েছি। জয় মহারাষ্ট্র।”

এরপর আরও এক ট্যুইট করে তিনি লেখেন- “আমি বারো বছর বয়সে হিমাচল ছেড়ে চণ্ডীগড় হোস্টেলে গিয়েছিলাম, তারপর দিল্লিতে থাকি এবং মুম্বাই এসেছিলাম যখন আমার ষোলো বছর বয়স হয়েছিল, কিছু বন্ধু বলেছিল যে মুম্বাদেবী মুম্বাইতে থাকেন, আমরা সকলেই মুম্বাদেবী দেবীকে দেখতে গিয়েছিলাম, আমার সমস্ত বন্ধু ফিরে এসেছিল। এবং মুম্বাদেবী আমাকে তাঁর কাছে রেখে দিলেন।”

Published on: সেপ্টে ৯, ২০২০ @ ০৯:৫৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 87 = 88