বাংলায় কোনোদিনই পদ্ম ফুটবে না, সিপিএমের লোকেরাই কাস্তে-হাতুড়ি ছেড়ে পচা পদ্ম ধরেছেন-মানস ভুঁইয়ার দাবি এমনটাই

রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

সংবাদদাতা– বাপ্পা মন্ডল

ছবি-বাপন ঘোষ

Published on: এপ্রি ২৫, ২০১৯ @ ০৮:১২

এসপিটি নিউজ, মেদিনীপুর, ২৫ এপ্রিলঃ  নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই সুর চড়তে শুরু করেছে নির্বাচনী প্রচারে রাজনৈতিক দলগুলির। একদিকে যেমন বিজেপি আর দিকে ঠিক তেমনই তৃণমূল কংগ্রেস। বুধবার কেশিয়াড়ি আর দাঁতনের প্রচার সভা থেকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মানস ভুইঁয়া বিজেপিকে আক্রমণ করার জন্য বেছে নেনে তাদের দলীয় প্রতীককেই। বলেন – “বাংলায় কোনওদিনই পদ্ম ফুটবে না, সিপিএমের লোকেরাই কাস্তে-হাতুড়ি ছেড়ে পচা পদ্ম ধরেছেন।”  ‘ চৌকিদারের ওপর দেশের মানুষের ভরসা নেই | তাঁর বিদায়ের আভাস দিয়ে দিয়েছেন |  তাই তাঁকে প্রতি সভা থেকে  বুক চাপড়ে বলতে হচ্ছে চৌকিদারের হাতেই সুরক্ষিত রয়েছে দেশ | ‘

বিজেপি মানুষের শত্রু-বলছেন মানস ভুঁইয়া

1) “বাংলায় কোনোদিনই পদ্ম ফুটবে না বলে কটাক্ষ করে মানস বলেন , ‘ সিপিএমের লোকেরা কাস্তে-হাতুড়ি ছেড়ে পচা পদ্ম ধরেছেন। ২০১১ সালে সিপিএমের সর্বনাশ হয়েছে ৩৪ বছরে কোনো কাজ করেনি বলে l আর ধর্মের নামে হাতে তরোয়াল নিয়ে ঘুরে বেড়ানো ভয়ংকর বিজেপিকে মানুষ কখনো আপন করতে পারেন না l তাঁরা মানুষের শত্রু l”

বিজেপির প্রতিশ্রুতিকে সামনে নিয়ে এসে তৃণমূল প্রার্থী আক্রমন শানিয়ে বলেন-” কেন্দ্রের মোদি সরকার নোট বন্দি ,দু’কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি , রান্নার গ্যাসের দাম বাড়ানো ,  প্রতিটি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে জমা করা্র কথা বলে ধোকা দিয়েছে।এরপর তিনি রাজ্যের তিন দফা ভোটের ফলাফলের পূর্বাভাষও দিয়ে দেন। বলেন- “এ পর্যন্ত রাজ্যের যেকটি  লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে তাতে তৃণমূল এগিয়ে রয়েছে l বিজেপি শূন্য পেয়েছে।শান্তিপূর্ণ বাংলায় যারা তরোয়াল নিয়ে মাথায় ফেট্টি বেঁধে ঘুরে বেড়াচ্ছে তারা একদিন হার্মাদ ছিল l লাল পোশাক বদলে তারা এখন গেরুয়া পোশাক ধরেছে l ”

মমতা ব্যানার্জিকে ৪২ এ ৪২ দিলে উনি নতুন দেশ উপহার দেবেন-মানসের দাবি

2) এজন্য তিনি ভোটারদের ভোটারদের উদ্দেশ্যে বলেন , ” ৫ বছর ধরে যারা তিলে তিলে শোষণ করেছে, ইভিএমের বোতাম টিপে জোড়া ফুলে ভোট দিয়ে তাঁদের কুপোকাত করুন। মোদি জিতলে রান্নার গ্যাস হাজার টাকা ছাড়াবে। আর মমতা ব্যানার্জিকে ৪২ এ ৪২ দিলে উনি নতুন দেশ উপহার দেবেন। ”

Published on: এপ্রি ২৫, ২০১৯ @ ০৮:১২

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

57 − 49 =