TTF SUMMER: গ্রীষ্মকালীন ভ্রমণ ও পর্যটনের খোঁজ দিতে কলকাতায় হাজির দেশ-বিদেশের নানা সংস্থা

দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-অনিরুদ্ধ পাল

Published on: ফেব্রু ২২, ২০১৯ @ ২২:২৫

এসপিটি নিউজ, কলকাতা, ২২ ফেব্রুয়ারিঃ শুরু হয়ে গেল গ্রীষ্মকালীন ভ্রমণ ও পর্যটন মেলা TTF SUMMER. কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সংলগ্ন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে সূচনা হল এই পর্যটন উৎসবের। আগামী রবিবার ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। আজ প্রদীপ জ্বালিয়ে মেলার সূচনা করেন ট্যুরিজম অথোরিটি অব থাইল্যান্ডের ডিরেক্টর ইসরা স্তপনাসেঠ এবং রয়্যাল থাই কনস্যুলেট জেনারেল-এর কনসাল জেনারেল শ্যিয়া সান্তিপিতাক্স। উপস্থিত ছিলেন ফেয়ারফেস্ট মিডিয়ার চেয়ারম্যান ও সিইও সঞ্জীব আগরওয়াল।জানিয়ে দিলেন পর্যটনে আশার আলো দেখাতে শুরু করেছে পূর্ব ভারতও।

পুজোর ছুটির মরশুমের আগে TTF শহরে হাজির হয়েছে, যেখানে হাজার হাজার ট্রাভেলাররা এখানে এসে তাদের ভ্রমণের ঠিকানা খুঁজে নেবেন। TTF SUMMER সংস্করণ অনেক বিষয় পর্যটনপ্রেমী-কেন্দ্রিক, যা আগামী তিনদিনে তাদের জন্য উন্মুক্ত থাকবে। এটি গ্রীষ্মকালীন ছুটি ভ্রমণের বাজারে পরিবেশিত করা হয়েছে যা খুবই বড় মাপের।

TTF SUMMER সংস্করণে থাইল্যান্ড হল ভবিষ্যতের দেশ আর হিমাচল প্রদেশ হল ভবিষ্যতের রাজ্য। তাই এবার এদের বিশেষভাবে তুলে ধরা হয়েছে। তবে হোটেল ব্র্যান্ড, ট্রাভেল অপারেটর্স, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানিজ (DMCs)-এর হয়ে মেলায় প্রতিনিধিত্ব করছে ভুটান, নেপাল এবং ইউনাইটেড কিংডম। এছাড়াও মেলায় ভারতীয় রাজ্য ও কেন্দ্রশাসিত আন্দামান ও নিকোবর, চন্ডীগড়, দিল্লি, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, মেঘালয়, সিকিম, উত্তারপ্রদেশ, উত্তরাখণ্ড অংশ নিয়েছে।

তিনদিনের এই TTF SUMMERএ হলিডে পার্টনার হিসেবে MakeMyTrip, নলেজ পার্টনার হিসেবে Cox &  Kings এবং এয়ারলাইন পার্টনার হিসেবে AIR ASIA অংশ নিয়েছে। এছাড়াও অন্যান্যদের মধ্যে আছে Swiss Tours, SOTC, Lemon Tree, Zenith Holidays, Club7 holidays, Thomas Cook, Vayu Seva, Voyagers Club Tours, Fly High India, Vivada Cruises, SDD Hotels & Resorts, Trip To Temples, Humro Home, Home Away Tours & Ttreks, My Choize, La Macaw Resort.

“এখন যেহেতু বহু মানুষ গ্রীষ্মকালীন ছুটিতে গ্রীষ্মকালীন ভ্রমণের দিকে নজর দিতে শুরু করেছে তাই তাদের কথা ভেবে আমরা TTF SUMMER আয়োজন করে সেখানে হাজার হাজার দর্শকদের আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি”- বলেন ফেয়ারফেস্ট-এর সিইও সঞ্জীব আগরওয়াল। তিনি আরো বলেন, আশা করছি আগামী তিনদিন এখানে ৫ হাজারের বেশি মানুষ আসবেন।

অনুষ্ঠানে উপস্থিত ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়ার চেয়ারম্যান অনিল পাঞ্জাবি জানান, পূর্ব ভারতে পর্যটন বাণিজ্যের সম্ভাবনা আগের চেয়ে অনেক বেড়েছে। বাঙলাইরা এমনিতেই খুব ভ্রমণপিপাসু। বছরে তারা একবার অন্তত ঘুরতে যাবেই। আগে দেখা যেত সবাই দিল্লি, মুম্বই, রাজস্থান, হিমাচলে চলে যেত। কিন্তু এখন দেখা যাচ্ছে তারা পূর্ব ভারতের নানা প্রান্তে ঘুরতে যাচ্ছেন। পশ্চিমবঙ্গেও এখন ভ্রমণের ছবিটা আগের চেয়ে এখন অনেক মজবুত হয়েছে। পর্যটন নিয়ে এখন এখানেও ভাবনা-চিন্তা শুরু হয়েছে। এটা একটা ভাল দিক। বিশেষ করে পূর্ব ভারতে পর্যটন ব্যবসার হার আগের চেয়ে সাত থেকে আট শতাংশ বেড়েছে।

মেলা চলবে বেলা ১১টা থেকে সন্ধে সাতটা পর্যন্ত।

Published on: ফেব্রু ২২, ২০১৯ @ ২২:২৫

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

99 − = 92