গঙ্গাসাগর মেলা কি এ বছর হবে? হাইকোর্টের দিকেই তাকিয়ে সবাই

Main কোভিড-১৯ দেশ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ৭, ২০২১ @ ২৩:৫০

এসপিটি নিউজ: করোনা আবহে গঙ্গাসাগর মেলা এ বছর কি শেষ পর্যন্ত হবে? এই প্রশ্ন উঠল আজ। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে গঙ্গসাগর মেলা সংক্রান্ত শুনানির শেষে এমন সম্ভাবনার কথাই জানিয়ে দিলেন প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণণ। প্রধান বিচারপতির সাফ কথা-“প্রয়োজনে গঙ্গাসাগর মেলার সম্পূর্ণ অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেব আমরা। মানুষের জীবন আগে, বিশ্বাস তারপর।” আগামিকাল মামলার পরবর্তী শুনানি। ওইদিন রাজ্য সরকারকে হলফনামা জমা করতেও নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি বৃহস্পতিবার বলেন-“দুর্গাপুজো,ছটপুজোর সঙ্গে গঙ্গাসাগর মেলার পরিস্থিতির তুলনা হয় না। একমাত্র কুম্ভমেলার সঙ্গে এর তুলনা হয়। বাকি পুজোগুলিতে এত বিপুল সংখ্যক মানুষ স্নান করতে নামে না। তাই বিক্লপ খুঁজুন। প্র্যোজনে মানুষ জল নিয়ে বাড়ি ফিরবেন।”

প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণণ বলেন- “আমরা মনে করি যে পুণ্যার্থীদের রক্ষা করতে রাজ্য যে ব্যবস্থা নিয়েছে বা নিতে চলেছে তাতে মানুষ নিরাপদ থাকবে না, তাহলে সেক্ষেত্রে আমরা উৎসব বন্ধের নির্দেশ দেব। রাজ্যের মুখ্যসচিব, বিশেষজ্ঞ চিকিৎসক এবং অন্যান্য বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে আগামিকাল হলফনামা দিন। আদালত ও মানুষ যাতে ভরসা পায় সেই দিকে আলোকপাত করুন।”

এদিন প্রধান বিচারপতি আরও বলেন, “মানুষের জীবন আগে, বিশ্বাস তারপর। আমরা প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বেশি চিন্তিত। করোনাভাইরাস মানুষের মুখ ও নাক নিঃসৃত ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। বহু মানুষ একসঙ্গে স্নান করতে নামলে নাক ও মুখ নিঃসৃত তরল সহজেই জলে মিশে যাবে। আর সেটা একটা বড় অংশের মানুষকে সংক্রমিত করতে পারে। এটা নিয়েই আমরা বেশি চিন্তিত। আমরা পুলিসি বন্দোবস্ত নিয়ে চিন্তিত নই। আমরা প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে চিন্তিত।”

গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনকে কনটেন্মেন্ট জোন ঘোষণা করার আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। আজ ছিল তার শুনানি। আর সেই শুনানিতেই প্রধান বিচারপতি মেলা বন্ধের ইঙ্গিত দিলেন। পরবর্তী শুনানিতে প্রধান বিচারপতি কি রায় দেন সেদিকেই এখন সকলে তাকিয়ে।

Published on: জানু ৭, ২০২১ @ ২৩:৫০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

23 − 21 =