শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পেলেন সৌমিত্র

Main দেশ বিনোদন রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ১৪, ২০২৩ @ ২১:২০

এসপিটি নিউজ, কলকাতা, ১৪ জানুয়ারি: তারা কেউ পেশাদার অভিনেতা নন। কিন্তু অভিনয়ে তারা কেউই কম যান না, সেটা কিন্তু উপস্থিত দর্শকরা জানতে পারলেন নাটকটি দেখার পর।বেঙ্গল ভেটেরিনারি কলেজের সুবর্ণজয়ন্তী পুনর্মিলন উৎসবে প্রাণী চিকিৎসকরা মঞ্চস্থ করলেন দমফাটা হাসির নাটক “পাথর”। আর সেই নাটকে শ্রেষ্ঠ অভিনেতার সম্মানে সম্মানিত হলেন প্রাণী চিকিৎসক ডা. সৌমিত্র পন্ডিত।

গত ১০ ও ১১ জানুয়ারি কলকাতায় বেলগাছিয়ায় প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে বেঙ্গল ভেটেরিনারি কলেজের সুরবর্ণজয়ন্তী পুনর্মিলন উৎসবের মঞ্চে নাটকটি মঞ্চস্থ হয়। প্রাণী চিকিৎসক দ্বারা অভিনীত “কারেল চাপেক” অবলম্বনে দমফাটা হাসির নাটক “পাথর” রীতিমতো সকলের মন জয় করে নেয়। নাট্যরূপ দিয়েছেন বিমল বন্দ্যোপাধ্যায়। নির্দেশনায় ছিলেন রাজশ্রী মন্ডল। অভিনয় করেন– ডা. প্রদীপ দাস, ডা. সৌরভ দাস, ডা.কিংশুক দাস, ডা. জয়দীপ মুখার্জী, ডা. সৌমিত্র পন্ডিত, সুমন হালদার এবং ডা. সোমা ব্যানার্জী।

পরে এই নাটকে শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে সম্মানিত হন সৌমিত্র পন্ডিত। তাকে পদক দিয়ে সম্মানিত করা হয়। সম্মানিত হয়ে প্রাণী চিকিৎসক ডা. সৌমিত্র পন্ডিত বলেন- পুরস্কার পেতে তো স্কলেরই ভালো লাগে, তার উপর তা যদি এমন একট অনুষ্ঠানে তাহলে তো কথাই নেই। এক প্রাণী চিকিৎসক অধায়পক হিসাবে এই পুরস্কার মামার কাছে সত্যিই মূল্যবান। আমি গর্বিত এমন একটি মঞ্চে অভিনয় করার সুযোগ পাওয়ার জন্য। ধন্যবাদ জানাই রিইউনিয়ন অর্গানাইজিং কমিটিকে এবং অবশ্যই আমার সহ-অভিনেতা, নির্দেশক ও নাট্যকারকে।

Published on: জানু ১৪, ২০২৩ @ ২১:২০


শেয়ার করুন