মন্ত্রীর আশ্বাস পেয়ে শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের কর্মবিরতি উঠতে চলেছে

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-কৃষ্ণা দাস

Published on: সেপ্টে ২৪, ২০১৮ @ ২৩:১৫

এসপিটি নিউজ, শিলিগুড়ি,  ২৪সেপ্টেম্বরঃ অবশেষে ৪৬ দিনের টানা কর্মবিরতির অবসান ঘটতে চলেছে রাজ্যের মন্ত্রী গৌতম দেবের আশ্বাসে। সোমবার তিনি আইনজীবী, জেলাশাসক জয়সী দাশগুপ্ত, পূর্ত দফতর ছাড়াও একাধিক বিভাগকে নিয়ে বৈঠক করেন। সেখানে বেরিয়ে আসে সমাধান সূত্র।

আলোচনা শেষে মন্ত্রী জানান, মহকুমা শাসকের দফতরকে নতুন করে গড়ে তোলা হবে। তবে নকশায় বদল ঘটানো হবে। পাশাপাশি আইনজীবীদের নতুন বিল্ডিং করার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। এজন্য তিনি আইনজীবীদের যথাযথ পরামর্শ দেন। তিনি এও বলেন, পুরো বিষটা দেখবে হাইকোর্ট। রাজ্য সরকার শুধু বিডিং নির্মাণের জন্য টাকা দেবে।

মন্ত্রী এদিন আইনজীবীদের দুটো দিক জানিয়েছেন।এক-নতুন ভবনটিকে উচ্চতায় ১০ তলা করতে হবে। না হলে চওড়ার দিকে বাড়িয়ে ৬ তলার মধ্যে রাখতে হবে। পাশাপাশি মহকুমা শাসকের জন্য নতুন দফতর বানানোর আরও একটা নকশা পুনরায় করা হবে আইনজীবীদের দাবি মেনেই। তিনি আইনজীবীদের আশ্বাস দিয়ে বলেন, কলকাতা গিয়ে তিনি এ ব্যাপারে আইনমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে কথা বলে কাজটা যাতে দ্রুত সম্পন্ন হয় তার ব্যবস্থা করবেন।

বার অ্যাসোসিয়েশনের পক্ষে গঙ্গোত্রী দত্ত বলেন, মন্ত্রীর সঙ্গে কথা বলে আমার আশ্বস্ত হয়েছি। তিনি  নকশা ঠিকঠাক করে হাইকোর্টে পাঠাতে বলেছেন। মঙ্গলবার বার অ্যাসোসিয়েশানের জেনারেল বডির মিটিং আছে ১২ টার পর। সেই মিটিংয়ে তাদের পরবর্তী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত হবে। তবে দীর্ঘদিনের কর্মবিরতি যে তারা মিটিং শেষে উঠিয়ে নেবেন তার ইঙ্গিত এদিন তিনি দিয়েছেন।

Published on: সেপ্টে ২৪, ২০১৮ @ ২৩:১৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 2