নেই ভয়, আছে অনাবিল আনন্দ, পর্যটনের নতুন স্লোগান-‘চলো যাই ঝাড়গ্রাম’

Main ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

বাপ্পা মন্ডল, ঝাড়গ্রাম

৫ ডিসেম্বরঃ শীত পড়তে শুরু করেছে। কলকাতা কিংবা শহরতলীতে ঠান্ডার প্রকোপ কম থাকলেও গ্রামে কিন্তু ঠান্ডা ভালোই পড়ে গেছে। তাই আর সময় নষ্ট না করে বেড়িয়ে পড়ুন জঙ্গলমহল। নাম শুনেই হোচট খেলেণ তো! না এখন আর সেই জঙ্গলমহল নেই, যেখানে ছিল মাওবাদীর দাপাদাপি আর প্রকৃতির মধ্যে মিশে ছিল বারুদের পোড়া গন্ধ।সেসবই আজ অতীত। নেই কোন ভয়, আছে শুধু অনাবিল অনাবিল আনন্দ।পশ্চিমবঙ্গ রাজ্য পর্যটন দফতর তাই জঙ্গলমহলকে নতুন করে সাজিয়ে তুলেছে। তারই অঙ্গ হিসেবে প্রকৃতি সুন্দর মনোরম ঝাড়গ্রাম আজ নিজের সৌন্দর্য মেলে ধরেছে।তাই আজ পর্যটনের নতুন স্লোগান  হতেই পারে- ‘চলো যাই ঝাড়গ্রাম’।

কয়েক বছর আগেও যেখানে মানুষের যেতে ভয় করত আজ রাজ্যের বর্তমান সরকারের তৎপরতায়  একদা ‘মাওবাদী’র জঙ্গলমহল হয়ে উঠেছে আজকের ‘পর্যটক’দের জঙ্গলমহল। এখানকার ট্যুরিস্ট স্পটগুলিতে মানুষের ঢল উপচে পড়ছে দেখার মতো।কোথাওবা চড়ুইভাতি কোথাওবা প্রাকৃতিক সৌন্দর্য অনুভবের জন্য মানুষ এসে পৌঁছোচ্ছে জঙ্গলমহলে।কলকাতার শহরতলির মানুষের কাছে এখন পাহাড় বা সমুদ্র এখন আর বেশি আকর্ষণীয় নয়।তারা আজ বেড়ানোর স্বাদ বদলাতে চান। সেক্ষেত্রে জঙ্গলমহলের চেয়ে ভাল আর কিছু হতেই পারে না।এখানে চলে আসা খুবই সহজ। হাওড়া থেকে অজস্র ট্রেন আছে। সরাসরি ঝাড়গ্রাম পর্যন্ত অথবা খড়গপুর থেকে আলাদা ভাবেও পৌঁছে যাওয়া যায়। প্রকৃতি প্রেমিক মানুষ এখন ছুঁটে আসছে জঙ্গলমহলে এবং এখানকার অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য অনুভবের জন্য।

পর্যটকদের বক্তব্য- ‘আমরা জঙ্গলমহল সম্বন্ধে যে সমস্ত বিঞ্জাপন বা খবর পেয়েছি তার থেকেও বেশি আনন্দিত এই জঙ্গলমহলে উপস্থিত থেকে পাহাড়-শাল-জঙ্গলে ঘেরা সুন্দর পরিবেশ দেখে।কোথাও পাহাড় গা ঘেঁষে চুয়ে পড়া ঝরনা ও কোথাও বা পাহাড় ঘেরা ঝিলে পরিযায়ী পাখিদের কোলাহল। সবুজ পাহাড় ঘেরা সবুজা লয় দেখে মুগ্ধ পরিবেশে মেতে উঠেছে শহর তলির মানুষ।বেড়াতে আসা ভ্রমন পিপাসু মানুষ দের বক্তব্য আমরা আগে জঙ্গল মহল সম্পর্কে যা শুনেছিলাম তাতে ভয়ে আসতে চাইতাম না। এখানে আসার পর বুঝলাম জঙ্গলমহল সম্পর্কে যা শুনেছিলাম সবই ভুল। এখানকার পরিবেশ অনেক আলাদা, পাহাড় বা সমুদ্র থেকে ভ্রমন করে ফিরে গেলেও আবার আসতে ইচ্ছে করে জঙ্গলমহলের সৌন্দর্য দেখতে।তাই পর্যটকদের স্লোগান-‘চলো যাই ঝাড়গ্রাম’।

ছবিঃ রামপ্রসাদ সাউ


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 5 =