১৫টি এসে গেছে, বাকি একটাও চলে আসবে পুজোর আগেই-জানিয়ে দিলেন গৌতম দেব

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-কৃষ্ণা দাস

Published on: সেপ্টে ২৪, ২০১৮ @ ২০:৪৮

এসপিটি নিউজ, শিলিগুড়ি, ২৪ সেপ্টেম্বরঃ বিরোধী শূন্য পঞ্চায়েত করার স্লোগান তুলেছিলেন তারা। কিন্তু তা হয়নি। কিন্তু এরপরও চুপ করে বসে থাকেনি তৃণমূল কংগ্রেস। জারি রেখেছে প্রক্রিয়া। সেই মতো শিলিগুড়ি মহকুমায় বিরোধীদের দখলে থাকা পঞ্চায়েতের দিকে হাত বাড়িয়েছে তারা। সেই মতো এখনও পর্যন্ত ১৫টি পঞ্চায়েত দখলে নিয়েছে তৃণমূল। সোমবার দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মাটিগাড়া-২ গ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্যা তথা বিরোধী দলনেত্রী চন্দ্রকলা মেহেরা তৃণমূল কংগ্রেসে যোগদান করায় এই পঞ্চায়েত দখলে চলে আসে। এদিন তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মন্ত্রী গৌতম দেব জানিয়ে দেন এই নিয়ে তাদের ১৫টি গ্রাম পঞ্চায়েত দখলে চলে এল। বাকি একটাও পুজোর আগে চলে আসবে।এখন চলছে তারই প্রস্তুতি।

কি সেই প্রস্তুতি?

জানা গেল, নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত দখল করতে পারলেই তৃণমূলের ১৬টি পঞ্চায়েত দখলের লক্ষ্যপূরণ সম্ভব হবে। আর সেজন্য তারা সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চলেছে। এজন্য তারা পঞ্চায়েত দফতর থেকে বিশেষ অনুমতিও আদায় করে নিয়ে এসছে। আগামী ১লা অক্টোবর ঐ পঞ্চায়েতের বাম প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হবে বলে জানান গৌতম দেব।

২৬ আসনের ওই পঞ্চায়েতে তৃণমূলের দখলে আছে ১৪টি। ১১টি বামেদের দখলে। শুধু প্রধান বামেদের। তাই প্রধানকে অনাস্থা ভোটে হারাতে পারলেই কেল্লা ফতে। পঞ্চায়েত চলে আসবে তৃণমূলের দখলে। এখন বামেরা প্রশ্ন তুলতে শুরু করেছে এটা কেমনভাবে হয়?কারণ, বছরে একবারে্র বেশি অনাস্থা আনা যায় না। গৌতম দেবের বক্তব্য, “আমরাও আইনের ছাত্র তাই আইনের পরিধি আমরা জানি।”

বামফ্রন্টের জেলা আহ্বায়ক জীবেশ সরকার বলেন, “আমরাও দেখব একবার অনাস্থা মিটিং ডেকে কি করে এক বছরের মধ্যে সেখানে ফের অনাস্থা আনে। আমরাও আইনের পথে গিয়ে মামলা করব।”

তাই নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত ঘিরে শাসক-বিরোধী চাপান-উতর শুরু হয়েছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত তৃণমূল তাদের লক্ষ্যপূরণ করতে সক্ষম হবে না কি বামেরা আইনের পথে হেঁটে পঞ্চায়েতকে নিজেদের দখলে রেখে দিতে পারবে। এজন্য আরও কয়েকটি দিন অপেক্ষায় থাকতেই হবে।

Published on: সেপ্টে ২৪, ২০১৮ @ ২০:৪৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 2 =